Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের উপর প্রামাণ্যচিত্র ‘অবিনশ্বর’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০২ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৩

আমাদের মহান ভাষা আন্দোলনের অন্যতম রূপকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। তার উপর ফাখরুল আরেফিন খান নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র ‘অবিনশ্বর’। গড়াই ফিল্মসের ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ ফেব্রুয়ারি।

বাঙালি আইনজীবি, সমাজকর্মী ও ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ বিট্রিশ ভারতে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি পাকিস্তান গণপরিষদের অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেছিলেন। ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী ও তাকে ও তার ছোট ছেলে দিলীপকুমার দত্তকে ধরে নিয়ে যায় এবং ময়নামতি সেনানিবাসে নিয়ে নির্যাতন করে তাদের হত্যা করা হয়।

বিজ্ঞাপন

পরিচালক ফাখরুল বলেন, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ধীরেন্দ্রনাথ দত্তের অবদান চিরস্মরণীয়। এই প্রামাণ্যচিত্রের মূল উদ্দেশ্য হল বাংলা ভাষার এই মহান রূপকারকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা এবং বাংলা ভাষার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনাকে পৌঁছে দেয়া।

সরকারি অনুদানে গড়াই ফিল্মসের প্রযোজনায় এই প্রামাণ্যচলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

‘অবিনশ্বর’-এর ধীরেন্দ্রনাথ দত্তের চরিত্রে অভিনয় করেছেন ভারতের পশ্চিমবঙ্গের সৌম্য সেনগুপ্ত। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মৌমিতা পাল, জি.জে. মেরি আচার্য, বাংলাদেশের মাজনুন মিজান, জোশ আল জায়েদী, মীর নওফেল আশরাফী জিসান, আতিক রহমান, আমিরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেডএস

অবিনশ্বর ধীরেন্দ্রনাথ দত্ত