Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে মুক্তি পাচ্ছে ‘মেঘনা কন্যা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৩

নারীপাচারকে কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে তৈরি করা হয়েছে ‘মেঘনা কন্যা’। নির্মাতা ফুয়াদ চৌধুরীর মতে, নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প।

আনোয়ার আজাদ ফিল্ম‘স ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি। ছবিটি গত বছরের ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলে পায়নি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রযোজনা জানিয়েছে ছবিটি তারা এবারের ঈদে মুক্তি দিতে যাচ্ছে।

বিজ্ঞাপন

এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, সাজ্জাদ হোসাইন, সেমন্তি সৌমি, শতাব্দী ওয়াদুদ, মোহাম্মদ বারী, জয়শ্রীকর জয়া, সাইকা আহমেদ, আমিরুল ইসলাম, শেখ স্বপ্না, সানজিদা মিলা, উপমা আরো অনেকে। সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক।

কানাডার টরন্টোর এটি স্থানীয় মাল্টিপ্লেক্সে গত ১৫ অক্টোবর ‘মেঘনা কন্যা’ র প্রদর্শনী হয়।

সারাবাংলা/এজেডএস

কাজী নওশাবা মেঘনা কন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর