Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতৃভাষা দিবসের নাটক ‘পরান পাখি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি)রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ নাটক ‘পরান পাখি’। সাধনা আহমেদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শরিফা আখ্তার রুবী।

নাটকটিতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, ঝুনা চৌধুরী, শিরিন বকুল, রেজমিন সেতু, ইভান, কাব্য, মনি, মেহরীন ও টুটুল চৌধুরী।

নাটকে দেখা যাবে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের একদল শিক্ষার্থীর মধ্যে গভীর বন্ধুত্ব। তারা পথশিশুদের জন্য ‘পরান পাখি’ নামের একটি স্কুল খুলেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারা সবাই মিলে দেয়ালে-দেয়ালে ছবি আঁকে, গান গায় এবং নানা খুনসুটি করে। শত বছরের পুরনো সাজে সজ্জিত কাঁধে একটি ঝোলা ব্যাগ নিয়ে এক রহস্যময় নারী তাদের কাজকর্ম দেখতে থাকেন এবং মাঝে মধ্যে তিনিও দু-একটি কথা বলেন, কিন্তু তাকে কেউ দেখতেও পায় না, শুনতেও পায় না। আকাশ সংস্কৃতির প্রভাবে এই ছেলে-মেয়েদের মুখের ভাষা বিকৃত উচ্চারণে ভরপুর। তাদের মধ্যে আরাফ নামের ছেলেটি সবার মুখের ভাষা সংশোধনের চেষ্টা করে কিন্তু পারে না কারণ এই উচ্চারণকে তারা স্বাভাবিক মনে করে। বাংলাদেশের অনেক প্রাইভেট টেলিভিশন ও রেডিও চ্যানেলে এরকম উচ্চারণ অহরহ ব্যবহার করা হয়। সেখান থেকেই তারা এগুলো রপ্ত করেছে। অন্যদিকে সম্প্রতি বিভা নামের মেয়েটির সাথে ইমতিয়াজ নামের বিদেশে পড়ালেখা করা নিজস্ব সংস্কৃতিচ্যুত এক ছেলের সঙ্গে আংটি বদল হয়েছে। ইমতিয়াজ ভাবে টাকা দিয়ে সমস্ত কিছু কেনা যায় এবং বাংলা ভাষায় পৃথিবীর আর কোথাও কাজ করা যায় না তাই এই ভাষার কোনো মুল্য নেই। এ নিয়ে বিভার সঙ্গে তার প্রবল দ্বন্দ্ব হয় এবং বিভা ভাবতে থাকে এই মানুষের সঙ্গে কেমন করে সে জীবন কাটাবে! অন্যদিকে আরাফ ভালোবাসে বিভাকে। আর যে রহস্যময় নারী তাদের সমস্ত কর্মকাণ্ড দেখতেন ও বাংলা ভাষাটি সঠিকভাবে বলানোর চেষ্টা করতেন- তিনিই বা কে? কী তার রহস্য?

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

পরান পাখি মাতৃভাষা দিবস

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর