Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশীর্বাদ চাইলেন বাপ্পা-তানিয়া


২৩ মে ২০১৮ ১৮:৪৭ | আপডেট: ২৩ মে ২০১৮ ১৯:১২

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

কথা দিয়েছিলেন মঙ্গলবার (২২ মে) সবকিছু জানাবেন সুরকার ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। অভিনেত্রী ও উপস্থাপক তানিয়া হোসাইনের সঙ্গে তার বিয়ের বিষয়ে লিখে জানাবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কথা রাখেননি তিনি। মঙ্গলবার কিছুই লেখেননি বাপ্পা মজুমদার।

তবে একদিন পর, বুধবার (২৩ মে) সেই কথা লিখলেন ফেসবুকে। এদিন বিকাল ৫টার দিকে বাপ্পা মজুমদার তার নিজের ফেসবুকে তানিয়া হোসাইনের সঙ্গে তার বিয়ের কথা স্বীকার করেন।

বাপ্পা ও তানিয়া দুজনের পক্ষে বাপ্পা মজুমদার লিখেছেন, ‘বন্ধুরা, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সম্প্রতি আমার ও তানিয়ার বাগদান হয়েছে। আমি অসুস্থ থাকায় কাউকেই জানাতে পারিনি। আশা করছি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে।’

https://www.facebook.com/photo.php?fbid=10156288905495688&set=a.10151067757915688.472740.720435687&type=3&theater

অন্যদিকে তানিয়া হোসাইনও বুধবার (২৩ মে) তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আংটির একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন ‘সবচেয়ে সুন্দর ছবি’। এমনকী ফেসবুকে বাগদানের স্ট্যাটাসও দিয়েছেন তানিয়া হোসাইন।

২১ মে বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের বিয়ের খবরটি প্রকাশ পায়। সেসময় দুজনেই সারাবাংলাকে জানান, বিষয়টি নিয়ে পরে কথা বলবেন তারা। সেই ধারাবাহিকতায় বুধবার (২৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন বিয়ের খবর।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর