Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় সন্তান আসছে বিরাট-আনুশকার ঘরে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩১

তারকা দম্পতি বিরাট কোহেলি ও আনুশকা শর্মা আবার বাবা-মা হচ্ছেন। ভারতীয় গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

বেশ কিছুদিন ধরেই আনুশকার বেবি বাম্প নিয়ে চলছে জল্পনা। তবে এই গুঞ্জনে এখন পর্যন্ত মুখ খোলেননি আনুশকা-বিরাট। অবশেষে খবরটি নিশ্চিত করলেন ভিলিয়ার্স।

এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা-বিরাটের দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে চলার খবরটি নিশ্চিত করেন এবি ডি ভিলিয়ার্স। তিনি বলেন, বিরাটের দ্বিতীয় সন্তান আসছে। তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, অধিকাংশ মানুষের প্রথম অগ্রাধিকার তার পরিবার।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন আনুশকা-বিরাট। সংসার জীবনের পাঁচ বছরের মাথায় প্রথম সন্তানের বাবা-মা হন এই তারকা দম্পতি।

সারাবাংলা/এজেডএস

আনুশকা শর্মা দ্বিতীয় সন্তান বিরাট কোহেলি