Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে শিল্পী কবীর সুমন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৪ ২১:৪৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ২১:৫১

গুরুতর অসুস্থ হয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি সঙ্গীতশিল্পী কবীর সুমন। রয়েছেন অক্সিজেন সাপোর্টে। ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, সোমবার (২৯ জানুয়ারি) ভারতীয় সময় দুপুর আড়াইটা নাগাদ মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি করা হয়েছে তাকে। হৃদপিণ্ডের সমস্যায় নিজের বাড়িতেই অসুস্থবোধ করেন তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি রয়েছেন শিল্পী। তার চিকিৎসার জন্য গঠন করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। হাসপাতাল সূত্রে খবর, বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কবীর সুমন। এদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তীব্র শ্বাসপ্রশ্বাসের কষ্টে ভুগছিলেন গায়ক। মেডিসিন এবং হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন কবীর সুমন।

বিজ্ঞাপন
গেলো নভেম্বরেই বাংলাদেশ সফরে এসেছিলেন এই শিল্পী

গেলো নভেম্বরেই বাংলাদেশ সফরে এসেছিলেন এই শিল্পী

উল্লেখ্য, গেলো নভেম্বরেই বাংলাদেশ সফরে এসেছিলেন এই শিল্পী। বর্তমানে বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন কবীর সুমন। তবে বয়সজনিত কারণে মাঝেমধ্যেই অসুস্থ থাকেন কবীর সুমন। এর আগে করোনাকালে শ্বাসকষ্ট ও গলায় সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন সঙ্গীতশিল্পী।

সারাবাংলা/এএসজি

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় শিল্পী কবীর সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর