Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাজিনের দাফন বুধবার


২২ মে ২০১৮ ২২:৫৭ | আপডেট: ২৩ মে ২০১৮ ১১:৩২

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

অভিনয় শিল্পী তাজিন আহমেদের জানাজা আগামীকাল বুধবার (২৩ মে) জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সম্পাদক ও অভিনেতা রওনক হাসান সারাবাংলা’কে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জানাজার পর তাজিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন তার বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ীরা।

চলে গেলেন অভিনেত্রী তাজিন আহমেদ

তাজিন আহমেদ মঙ্গলবার (২২ মে) বিকাল ৪টা ২০ মিনিটে রাজধানীর রিজেন্ট হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৪২ বছর। এর আগে মঙ্গলবার সকাল ১০টায় উত্তরায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন তাজিন। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় শিনশিন-জাপান হাসপাতালে। সেখান থেকে বেলা দেড়টার দিকে তাজিনকে নেওয়া হয় উত্তরার রিজেন্ট হাসপাতালে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাজিনের দাফনের বিষয়ে সিদ্ধান্ত বুধবার

অভিনয় শিল্পী তাজিনের মরদেহ মঙ্গলবার রাতে রাখা হবে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমাগারে।

সারাবাংলা/পিএম/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর