Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপূর্ব-নিশোর বন্ধুত্ব আগের মত নেই!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ জানুয়ারি ২০২৪ ১৯:৫৪

মডেলিং থেকে অপূর্ব ও আফরান নিশোর মধ্যে বন্ধুত্বের শুরু। দুজনের ফেসবুকে প্রচুর ভিডিও, ছবি ভক্তরা দেখেছে। তাদের বন্ধুত্ব নিয়ে গণমাধ্যমে অনেক প্রতিবেদন, ফিচারও হয়েছে। কিন্তু তাদের সে বন্ধুত্বেও নাকি ফাটল ধরেছে!

বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে হাসি, আনন্দ ও খুনসুটিতে মেতে থাকতে যেমন দেখা যায়, তেমনি গিটার হাতেও দুজনকে গান গাইতে দেখা গেছে। দুঃখজনক হলেও সত্য, কয়েক মাস ধরে তাদের মধ্যে সম্পর্কটা আগের সেই অবস্থায় নেই। অনেক দিন ধরে তাদের একসঙ্গে কোথাও দেখা যাচ্ছে না। কী সেই কারণ, তা জানাও যাচ্ছিল না। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন অপূর্ব।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটা ঠিক, ইদানীং আমাদের একটু মান–অভিমান চলছে। অনেক দিন ধরে কথাবার্তা বলি না। বন্ধুত্বের মধ্যে আসলে শেয়ারিংটা হয়। বন্ধুত্বে আস্থা, বিশ্বাসটা সব থেকে বেশি থাকা উচিত বলে আমি মনে করি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমাদের সেই শেয়ারিংটা কম।’ অপূর্ব ও নিশোর মধ্যে কথা কম বলার কারণটা হচ্ছে, অপূর্বর জন্মদিনে নিশোর শুভকামনা না জানানোকে ঘিরে!’

তিনি আরও বলেন, ‘বিষয়টা মনে হতে পারে খুবই সিলি (অর্থহীন)। স্বাভাবিকভাবে যেখানে হয়তো আমি শুভকামনা জানাই, সেখানে ওর মনে থাকবে না! ওর চোখের সামনে আমার জন্মদিনের খবরটা আসবে না, এটা তো হয় না। ও কোনো এক্সকিউজ দিলেও তো হবে না। বিষয়টা এমনও না, ভুলে গেছি। বিষয়টা অগ্রহণযোগ্য মনে হতে পারে। আসলে আমার একটা প্রবলেম হচ্ছে, আমি অনেক সময় বড় বড় বিষয় এড়িয়ে যাই। তারপর ভাবতে থাকি যে ইট ডাজেন্ট ম্যাটার। অসুবিধা নাই। হয়তো ভুল হয়ে গেছে। এটা এমন আর কী। কিন্তু কিছু কিছু সময় খুব ছোটখাটো জিনিস আমি ধরে ফেলি আরকি। এই বিষয়টাও ও রকম। অনেকে হয়তো এটা বলতে পারে, এটা খুবই শিশুসুলভ আচরণ। সামান্য একটা জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়ে…। তা ছাড়া এটা কিন্তু একবার হয়নি। বেশ অনেকবারই হয়েছে। ও (নিশো) যতই পাগলাটে ভাব ধরুক, আর যাই হোক না কেন, জাতে মাতাল তালে তো ঠিক তুই, নিশো। যা–ই হোক, বাদ দিই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

অপূর্ব নিশো ফাটল বন্ধুত্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর