বিমান দুর্ঘটনায় সন্তানসহ মারা গেলেন হলিউড অভিনেতা
৬ জানুয়ারি ২০২৪ ১৪:১৫
জনপ্রিয় হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার তার দুই মেয়েসহ এক বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। গত বৃহস্পতিবার দুই মেয়েকে নিয়ে ছুটি কাটাতে বের হয়েছিলেন তিনি। তারা একটি প্রাইভেট বিমানে চড়েছিলেন। বিমানটি ক্যারাবিয়ান দ্বীপ বেকিয়ার কাছাকাছি আসলে সেটিতে যান্ত্রিক গোলাযোগ দেখা দেয়। এতে করে সেটি সমুদ্রে ভেঙে পড়ে যায়। খবর এনডিটিভি।
ঘটনাস্থলে উদ্ধারকারীরা এসে পৌঁছানোর আগেই মারা যান ৫১ বছর বয়সী ক্রিশ্চিয়ান এবং তার দুই মেয়ে আনিক (১০) ও মেদিতা (১২)। এছাড়া বিমানের পাইলট ও মালিক রবার্ট সাচস-ও মারা গেছেন দুর্ঘটনায়।
অলিভারের মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করেছেন অনেকেই। ‘হোল্ড ইউর পিস’ সিনেমার নির্মাতা নিক লায়ন বলেছেন, ‘আমরা অনেক দিন ধরেই একটি ছবি করার পরিকল্পনা করেছিলাম, এবং ছবিটি করেছিলামও। একজন অসাধারণ সহকর্মী, অভিনেতা ও বন্ধু হয়ে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।’
ক্রিশ্চিয়ান অলিভারের জন্ম জার্মানিতে। তবে তার অভিনয় জীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। ১৯৯৪ সালে ‘বেল: দ্য নিউ ক্যাসেল’ টিভি শো দিয়ে তার অভিষেক হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অনেক সিনেমা ও সিরিজে কাজ করেছেন জর্জ ক্লুনি, টম ক্রুজের মতো তারকার সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন অলিভার।
২০২৩ সালের ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’ সিনেমায় দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ান অলিভারকে। এই ছবির মাধ্যমেই সারা বিশ্বজুড়ে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।
তবে ‘ইন্ডিয়ানা জোনস’ ফ্রাঞ্চাইজির পঞ্চম এবং শেষ পর্বে হ্যারিসন ফোর্ডের ভূমিকায় ডাবিং করেছিলেন ক্রিশ্চিয়ান অলিভার নিজে।
সারাবাংলা/এজেডএস