Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাতে প্রিমিয়ার হচ্ছে জয়ার ‘ফেরেশতে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ জানুয়ারি ২০২৪ ১৬:১৭

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় জয়া আহসান অভিনয় করেছেন ‘ফেরেশতে’-তে। ছবিটি ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর এবারের আসরের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে। এবারের উৎসবটি শুরু হবে ২০ জানুয়ারি। সেদিনই ছবিটি প্রদর্শিত হবে।

উৎসবের এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে। ২০ জানুয়ারি বিকেল ৪টায় রয়েছে উৎসবের উদ্বোধনী আয়োজন, ঠিক এর পরই জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উপস্থিত দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

এই চলচ্চিত্রে জয়া আহসান ছাড়াও বাংলাদেশের আরো বেশ ক’জন শিল্পী অভিনয় করেছেন। আছেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।

মুর্তজা অতাশ জমজমের সাথে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।

২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৭৪টি দেশের আড়াই শতাধিক সিনেমা দেখানো হবে। উৎসবে বিভিন্ন সময় উপস্থিত থাকবেন ইরানের খ্যাতিমান নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের শর্মীলা ঠাকুর, অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখার্জী সহ বিভিন্ন দেশের নামিদামি তারাকা নির্মাতা, অভিনয়শিল্পীরা। উৎসবের পর্দা নামবে ২৮ জানুয়ারি।

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ গেল নভেম্বরে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। সেখানে দর্শক-সমালোচকদের প্রশংসিত হয়।

সারাবাংলা/এজেডএস

জয়া আহসান ফেরেশতে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর