Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্প ঘুরে রোহিঙ্গা শিশুদের খবর নিলেন প্রিয়াঙ্কা


২১ মে ২০১৮ ১৮:৫৩ | আপডেট: ২১ মে ২০১৮ ১৯:০৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

শাপলাপুর রোহিঙ্গা শিবির ঘুরে দেখলেন সাবেক বিশ্বসুন্দরী বলি-হলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার (২১ মে) বিকাল পৌনে ৪টায় তিনি যান কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলাপুর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে চারদিনের এই সফরে বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সফরের প্রথম দিনে শাপলাপুর ক্যাম্পে বেশ কয়েকজন শিশুদের সাথে কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এসময় তিনি শিশুদের পড়াশোনায় উৎসাহ দেন।

 

শিশুদের সাথে কথা বলার পর ক্যাম্পের আইসিডিডিআরবি পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন প্রিয়াঙ্কা চোপড়া। হাসপাতালের ইনচার্জ রিয়াজুল ইবনে হাসান জানান, ‘প্রিয়াঙ্কা চোপড়া জানতে চেয়েছেন রোহিঙ্গা শিশুরা কোন কোন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে বেশি এবং ডায়রিয়া কেন হচ্ছে। এসময় তিনি শিশুদের সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

কিছুক্ষণ শিবির পরিদর্শন করার পর সাড়ে চারটার দিকে ইনানীর হোটেল রয়েল টিউলিপ এর উদ্দেশ্যে রওনা দেন এই অভিনেত্রী।

চার দিনের সফরে অভিনেত্রী প্রিয়াঙ্কা সোমবার (২১ মে) সকাল সাড়ে ৮টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার যান প্রিয়াঙ্কা।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর