এলো কাজলরেখার প্রথম গান
২৯ ডিসেম্বর ২০২৩ ২০:১৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ২০:১৭
গিয়াসউদ্দিন সেলিম মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মাণ করেছেন ‘কাজলরেখা’। ছবিটিতে মোট ২০টি গান থাকছে। এ গানগুলোর মধ্যে প্রথম গানটি প্রকাশিত হয়েছে। ‘‘কইন্যা আঁকে গো আলপনা’ শিরোনামের গানটি বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে।
সংগৃহীত কথায় লোকঘরানার সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি, অন্তরা মণ্ডল ও হুমায়রা ইশিকা। আর গানটির ভিডিওতে দেখা মিলেছে মন্দিরা, মিথিলা, শরিফুল রাজ, গাউসুল আলম শাওন ও খায়রুল বাসারকে। যে গান থেকে মোটামুটি আঁচ করা গেছে, মূল পাত্র-পাত্রীদের চরিত্র ও গেটআপ।
বড় আয়োজনে নির্মিত হয়েছে ‘কাজলরেখা’। এর সেট নির্মাণে কাজ করেছেন হাজং, মগ ও চাকমা নৃগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষ।
সরকারি অনুদান নিয়ে বাঙাল ফিল্মস-এর ব্যানারে ছবিটি নির্মাণ হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। তার বিপরীতে আছেন সময়ের সফল নায়ক শরিফুল রাজ। অন্যদিকে ভিলেন হিসেবে কঙ্কণ দাসী চরিত্রে পাওয়া যাবে দুই বাংলার প্রিয়মুখ মিথিলাকে।
সারাবাংলা/এজেডএস