Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্প শ্রমিকরদের জন্য রিয়েলিটি শো, পুরস্কার ১০টি বাড়ি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ২১:১৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ২১:৫২

দেশের শিল্প-কারখানার শ্রমিকদের জন্য আয়োজন করা হচ্ছে একটি রিয়েলিটি শো। যার নাম ‘জীবনের গল্প বলুন, বাড়ি জিতুন’। আয়জোনটির উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল রাজধানীর বাংলামোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে। এ্টি উদ্বোধন করেন শোয়ের আয়োজক মিল্লাত কেমিক্যাল কোম্পানী লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিয়া আবদুল্লাহ ওয়াজেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞাপনী সংস্থা দেশ প্রচারণীর প্রধান মিল্লাত গ্রুপের বর্তমান চেয়ারম্যান মিল্লাত উজ জামান ও বিটাকম অ্যাডভারটাইজিংয়ের প্রধান নির্বাহী ও নাট্যনির্মাতা আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার রাজীব মনি দাস।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, রিয়েলিটি শোটিতে অংশ নিতে পারবেন যে কোন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত শ্রমিক। এর রেজিস্ট্রেশন শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।

নারী বা পুরুষ যে কোন শিল্প শ্রমিক যাদের ঘর বা বাড়ি নেই, তাদের সবাই এ আয়োজনে অংশ নিতে পারবেন। এ আয়োজনে প্রতিযোগীরা তার জীবনের ঘটে যাওয়া গল্প বলবেন বিচারকদের সামনে। মূল বিচারকের আসনে থাকবেন মিয়া আবদুল্লাহ ওয়াজেদ। অনুষ্ঠানে বিজয়ী ১০ জন শ্রমিক বাগেরগাটে আড়াই কাঠা জমিসহ বাড়ি পাবেন। শুধু জমি-বাড়ি নয়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।

রেজিস্ট্রেশন জন্য ভিজিট করতে হবে fb.com/jibontowkingbondonti2023, ০১৮১৭০৭৫০২৮ নম্বরে হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইলে কল করেও রেজিস্ট্রেশন করা যাবে। রিয়েলিটি শোটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে।

সারাবাংলা/এজেডএস

জীবনের গল্প বলুন বাড়ি জিতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর