Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিং শেষ হলো ওয়েব ফিল্ম ‘‌ক্রিমিনালস‘‌-এর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ২২:০৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ২২:০৯

তিন নারীর জীবনে ঘটে যাওয়া গল্পকে নিয়ে ক্রাইম থ্রিলার ‘‌ক্রিমিনালস’। ফরহাদ আহমেদ র্নিমিত ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা। ফিল্মটির নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিও লি.।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিনপ্রান্তের তিন বয়সী নারী একত্রিত হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন-হতে হবে ক্রিমিনাল।

বিজ্ঞাপন

চুমকি, নীলা আর বীথির পথ সহজ না। ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের বর্তমান পদক্ষেপ; তেমনই লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যতও হয়ে পড়বে অনিশ্চিত। দারুণ দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটা টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে; যে এতদিন নিজেকে রেখেছে সবার ধরা-ছোঁয়ার বাইরে। একদিকে জীবনের টানাপোড়েন, অন্যদিকে অসম্ভব বাধা, দুটোকে অতিক্রম করে চুমকি, নীলা আর বীথি কি সত্যি তাদের লক্ষ্য অর্জন করতে পারবে? নাকি কেবলই অপরাধী হয়ে, ক্রিমিনাল পরিচয়েই তারা থেকে যাবে আজীবন?

নতুন বছরে ওটিটি প্ল্যাটর্ফম দীপ্ত প্লেতে দেখা যাবে ওয়েব ফিল্ম ‘‌ক্রিমিনালস‘‌।

সারাবাংলা/এজেডএস

ক্রিমিনালস দীপ্ত প্লে ফরহাদ আহমেদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর