Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফডিসিতে বিজয় দিবসে ‘গেরিলা’র প্রদর্শনী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৩ ১৬:০৫

মুক্তিযুক্ত বিষয়ক চলচ্চিত্র ‘গেরিলা’র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এফডিসিতে। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ছবিটি দেখানো হবে প্রতিষ্ঠানটির জহির রায়হান মিলনায়তনে। প্রদর্শনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এফডিসি কর্তৃপক্ষ এ প্রদর্শনীর আয়োজন করেছে।

১৬ ডিসেম্বর সকাল ৯টা ৩০ থেকে প্রদর্শনীটি শুরু হবে। ‘গেরিলা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ। সরকারি অনুদানে নির্মিত ছবিটি ২০১১ সালের ১৪ এপ্রিল মুক্তি পায়। সে বছর শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ১০টি শাখায় পুরস্কার পায় ছবিটি।

বিজ্ঞাপন

এদিকে এফডিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া জানান, বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাত ১টা আলোক সজ্জা করা হবে পুরো এফডিসি জুড়ে। ১৬ ডিসেম্বর ভোর থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ওইদিন সকাল ৯টায় কর্পোরেশনের অভ্যন্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে।

তিনি আরও জানান, বিজয় দিবসের পর দিন এফডিসিতে অবস্থিত মসজিদে বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শাহাদাহতবরণকারীদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও বিশেষ বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

সারাবাংলা/এজেডএস

এফডিসি গেরিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর