বিজয়ের দিনে দুরন্ত টিভিতে যা থাকছে
১৪ ডিসেম্বর ২০২৩ ১৬:১৩ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৭:১৪
মহান বিজয় দিবস উপলক্ষে দুরন্ত টিভিতে থাকছে বিজয়ের অনুষ্ঠান ‘যুদ্ধ জয়ের কথা’। মুক্তিযুদ্ধে আমাদের অসংখ্য বীরত্বগাঁথার অন্যতম একটি হলো ‘অপারেশন জ্যাকপট’। ‘যুদ্ধ জয়ের কথা’ অনুষ্ঠানটিতে মহান মুক্তিযোদ্ধাদের ‘অপারেশন জ্যাকপট’ অভিযানের ইতিহাস তুলে ধরা হয়েছে। সেই বীরত্বের গল্প শিশুদেরকে শোনাবেন বীর মুক্তিযোদ্ধা ও অপারেশন জ্যাকপট-নৌ কমান্ডার মো. এনামুল হক। তার সাথে আলাপচারিতায় থাকবে শিশুশিল্পী শ্যাওলা ব্রততী আত্মজা। ‘যুদ্ধ জয়ের কথা’ পরিচালনা করেছেন শাহাদাৎ সেতু ও এ কে কমল। প্রচারিত হবে ১৬ ডিসেম্বর (শনিবার) রাত ৯টায়।
এছাড়াও বিজয় দিবসকে ঘিরে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ‘মুক্তিযুদ্ধের কথা’ প্রচারিত হচ্ছে ১২ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিটে, ১৫ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘প্রিয় বাংলাদেশ’, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘আমাদের মুক্তির গান’। ‘মুক্তি’, ‘জয় বাংলা’ ও ‘বিজয়ের গল্প’ প্রচারিত হবে ১৬ ডিসেম্বর (শনিবার) যথাক্রমে দুপুর ২টা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টায়। এছাড়াও বিজয় দিবসের দিন দুরন্ত সিনেমা সময়ে সকাল ১০টায় প্রচারিত হবে ‘মেঘনার ৭১’, দুপুর ৩ টায় প্রচারিত হবে ‘আমার বন্ধু রাশেদ’ ও রাত ১০ টায় প্রচারিত হবে ‘মানুষ’ ।
সারাবাংলা/এএসজি