Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়ক থেকে খলনায়ক সিয়াম

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৮

সিয়াম আহমেদ নাটক কিংবা সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করেননি। এবারই প্রথম তিনি খলনায়ক চরিত্রে অভিনয় করলেন। তবে কোনো নাটক বা সিনেমায় নয় করেছেন ওয়েব সিরিজে। ভিকি জাহেদ পরিচালিত ‘লটারি’তে তাকে খলনায়ক হিসেবে দেখা যাবে।

এ ব্যাপারে সিয়াম বলেন, মাঝে আমাদের তিনটি কাজ নিয়ে কথা হয়েছিল। কিন্তু কেউই ম্যাচ করতে পারিনি। তার সঙ্গে বেশি কাজ না করলেও আমাদের ইকুয়েশন চমৎকার। আমার ক্যারিয়ারে সবচেয়ে ডার্ক এবং নেগেটিভ চরিত্র হতে যাচ্ছে এটি। প্রথমবার এমন চরিত্র নিয়ে আসছি। আমি জানিনা দর্শক কীভাবে প্রতিক্রিয়া দেবেন কিন্তু আমি কাজটি নিয়ে এক্সাইটেড।

বিজ্ঞাপন

শিগগির মুক্তি পেতে যাওয়া ‘লটারি’ ড্রামা, সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণে নির্মিত। সিয়াম ছাড়াও এতে অভিনয় করেছেন সাফা কবির, মনোজ প্রামাণিক প্রমুখ।

বর্তমানে সিনেমা কমিয়ে বিরতি নিয়ে ওটিটিতে সরব হয়েছেন এই অভিনেতা। মুক্তি পাওয়া ‘অন্তর্জাল’ ছবির পর তার আর নতুন ছবির ব্যাপারে জানা যায়নি। সর্বশেষ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘পুর্নমিলনী’ ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন। এবার করলেন ‘লটারি’।

সারাবাংলা/এজেডএস

খলনায়ক লটারি সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর