Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চঞ্চল চৌধুরীকে নিয়ে ফিরছেন রেদওয়ান রনি

এন্টারটেইনমেন্টঁ করেসপনডেন্ট
৯ ডিসেম্বর ২০২৩ ১৫:০১

‘চোরাবালি’ ও ‘আইসক্রিম’ এর মতো প্রশংসিত ছবি বানানোর পরও নির্মাণে অনিয়মিত রেদওয়ান রনি। তবে মাস দুয়েক তিনি বলেছিলেন ‘দম’ দিয়ে ফিরবেন। কিন্তু তখন জানা যায়নি ছবিটিতে কারা থাকছে। তবে অবশেষে জানা গেল রনির ছবিটির প্রধান চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী। প্রযোজনায় থাকছে বাংলাদেশ চরকি ও আলফা আই এবং ভারত থেকে এসভিএফ। বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা আসবে আজ (শনিবার) বিকেলে।

‘দম’-এর ঘোষণা অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীকে ঘিরে হাজির থাকবেন এসভিএফ-এর চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা মাহেন্দ্র সনি, আলফা আই-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির সিইও রেদওয়ান রনি।

বিজ্ঞাপন

ছবিটি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণার আগে এর অন্য কাস্টিং কিংবা নির্মাণ ভাবনা প্রসঙ্গে কোনও মন্তব্য মেলেনি সংশ্লিষ্টদের কাছ থেকে।

রেদওয়ান রনি ছবিটি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণার আগে কিছু বলতে চাইলেন না। তিনি শুধু বললেন, ‘আপনাদের সব জানানোর জন্যই আমরা আজকের আয়োজনটি করছি। অনুষ্ঠানে আসুন, সব প্রশ্নের জবাব পাবেন।’

তবে অনুষ্ঠানের আগে এটুকু ধারণা পাওয়া গেছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশের সবচেয়ে বড় ক্যানভাসের যৌথ সিনেমা হতে যাচ্ছে ‘দম’। সংশ্লিষ্টরা দাবি করছেন, এই সিনেমার মাধ্যমে ইতিহাসে বাংলা চলচ্চিত্রের নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে।

জানা গেছে, দুই বাংলার তিন প্রতিষ্ঠানের এই যৌথ প্রযোজনা চলবে নিয়মিত। কারণ, দুদিন পরই (১১ ডিসেম্বর) আরেকটি ছবির ঘোষণা আসছে একই ভেন্যু থেকে। এদিন নির্মাতার আসনে থাকবেন ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’ স্রষ্টা রায়হান রাফী। চতুর্থ সিনেমায় এসে রাফী দেখাবেন আরও বড় চমক। যদিও ছবিটির নাম-পরিচয় এখনও মেলেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

চঞ্চল চৌধুরী দম রেদওয়ান রনি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর