Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজকুমার’ শাকিবের জন্য বাংলা শিখছেন মার্কিন নায়িকা

এন্টারটেইনমেন্টঁ করেসপনডেন্ট
৭ ডিসেম্বর ২০২৩ ১৯:৫২

কয়েকদিন পরই শুরু হওয়ার কথা রয়েছে ‘রাজকুমার’ ছবির শুটিং। হিমেল আশরাফ পরিচালিত ছবিটিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এটি তার প্রথম বাংলা ছবি। স্বাভাবিকভাবে তিনি বাংলা ভাষা জানেন না। ছবিটিতে অভিনয়ের জন্য তাকে বাংলা ভাষা শিখতে হচ্ছে।

কোর্টনি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, দেওয়ালে সাঁটানো বাংলা বর্ণমালা। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, আমি শিখছি।

বিজ্ঞাপন

বাংলা ভাষা শেখার জন্য অনেক পরিশ্রম করছেন কোর্টনি। তাতে মুগ্ধ নির্মাতা হিমেল বলেন, ‘কোর্টনি তো আর অনর্গল বাংলা ভাষায় কথা বলতে পারবেন না। তবে চিত্রনাট্যে যা আছে, তা ভালোভাবে আয়ত্ত করেছেন। তার সিরিয়াসনেস মুগ্ধ করার মতো।’

শুটিংয়ের জন্য ৯ ডিসেম্বর সকালে ঢাকায় আসবেন কোর্টনি। এরপর শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।

সারাবাংলা/এজেডএস

কোর্টনি কফি মার্কিন নায়িকা রাজকুমার শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর