Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস নির্বাচন করছেন যে আসনে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ নভেম্বর ২০২৩ ২২:৪২ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ০২:০৮

ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে অনেক তারকা নির্বাচন করলেও সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস করছেন অন্য আরেকটি দল থেকে। তিনি করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাংলাদেশ শ্রমিক জনতা লীগ থেকে। সে দলের গামছা প্রতীক নিয়ে জনপ্রিয় এ শিল্পী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

বিজ্ঞাপন

নকুল কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, স্থানীয় দলের নেতাকর্মী ও ভক্ত-অনুরাগীদের অনুরোধে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি নির্বাচিত হলে এলাকাবাসীর সুখে-দুঃখে, উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকবেন।

সহকারী রিটার্নিং অফিসার ফারিহা তানজিন গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত বরিশাল-২ আসনে বিভিন্ন দলের সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এছাড়া কোনো প্রার্থী প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে এমন কোনো অভিযোগ নেই।

সারাবাংলা/এজেডএস

জাতীয় সংসদ নির্বাচন নকুল কুমার বিশ্বাস বরিশাল-২

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর