Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সর পেরোলো ‘পেয়ারা সুবাস’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ নভেম্বর ২০২৩ ১৫:৩৪

নরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারা সুবাস’ ছবিটির শুটিং শুরু হয়েছিল ৭ বছর আগে। নানা কারণে ছবিটি এতদিন আলোর মুখ দেখছিল না। অবশেষে ছবিটি আলোর মুখ দেখতে যাচ্ছে। ইতোমধ্যে সেন্সর বোর্ডের গণ্ডিও পেরিয়েছে। গেল ২৩ নভেম্বর ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এমনটাই জানিয়েছেন এর প্রযোজক শাহরিয়ার শাকিল।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। প্রযোজক জানালেন, ছবিটি আগামী বছরের শুরুতে মুক্তি দিবেন তারা।

বিজ্ঞাপন

২০১৬ সালে ‘পেয়ারার সুবাস’র শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ন শেষ হয়। বাকি থাকে পোস্ট প্রোডাকশন। সেটা শেষ হতে লেগে গেছে আরও তিন বছর। এত বিলম্বের কারণ জানতে চাইলে শাহরিয়ার শাকিল বলেন, “মাঝে লম্বা সময় ধরে করোনা মহামারি ছিল। আরেকটা বিষয় হলো, সবাই জানেন যে নুরুল আলম আতিক অত্যন্ত গুণী একজন নির্মাতা। তিনি বেশ সময় নিয়ে, চিন্তাশীল কাজ করেন। তো সময় বেশি লেগেছে বটে, কিন্তু আমরা ছবিটি নিয়ে বেশ আশাবাদী। এখন দর্শকের রুচি পরিবর্তন হচ্ছে, তারা ভালো গল্পের কাজ গ্রহণ করছেন। সুতরাং আমরা আশা করছি ‘পেয়ারার সুবাস’ও দর্শক পছন্দ করবেন।”

সারাবাংলা/এজেডএস

পেয়ারা সুবাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর