Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরতাল-অবরোধের কারণে মুক্তি স্থগিত ‘শ্যামা কাব্য’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ নভেম্বর ২০২৩ ২২:১৩

বদরুল আনাম সৌদ পরিচালিত ‘শ্যামা কাব্য’ মুক্তির কথা ছিল ২৪ নভেম্বর। কিন্তু দেশে নির্বাচনী তফসলি ঘোষণার প্রতিবাদে হরতাল অবরোধ ডেকেছে রাজনৈতিক দলগুলো। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তার কথা ভেবে ছবি মুক্তি স্থগিত করেছেন সৌদ।

নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় ছবিটি পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন সৌদ। একইসঙ্গে এর কারণও ব্যাখা করেন। তিনি বলেন, হরতাল-অবরোধের কারণে মানুষ হয়তো বাড়ি থেকে বের হচ্ছে না। কিন্তু নাশকতার ঘটনাও ঘটছে। এসব কারণে আমরা মানুষকে ঘর থেকে বেরিয়ে হলে আসার আহ্বান জানাতে পারি না। তাই সিনেমাটির মুক্তি স্থগিত করছি।

বিজ্ঞাপন

সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামা কাব্য’ পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সৌদ। এছাড়া স্ত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করছেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা।

‘শ্যামা কাব্য’ ছবিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ।

মুক্তির আগেই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে প্রশংসা কুড়িয়েছে ‘শ্যামা কাব্য’। সিনেমাটি প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্রসহ মোট চারটি বিভাগে পুরস্কার পেয়েছে।

সারাবাংলা/এজেডএস

বদরুল আনাম সৌদ শ্যমা কাব্য

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর