Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ বছর পর ‘যদি আরেকটু সময় পেতাম’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ নভেম্বর ২০২৩ ২১:৩৯

ফেরদৌস ও সুজারল্যান্ড প্রবাসী অভিনেত্রী সেলিন বেরানকে নিয়ে জি এম ফারুক নির্মাণ করেছিলেন ‘যদি আরেকটু সময় পেতাম’। ২০১৮ সালে শুরু হওয়া ছবিটি অবশেষে আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে। পাঁচ বছরের দীর্ঘ যাত্রা শেষে ছবিটি আলোর মুখ দেখতে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন নির্মাতা।

খবরটি শুনে বেশ খুশি ফেরদৌস। তিনি বলেন, ‘লন্ডনে সিনেমার শুটিং করা হয়েছিল। ওখানে শুটিং করার অনুমতি পাওয়া কঠিন বিষয়। এ ছাড়া মাঝে করোনার কারণে অনেক দিন সিনেমার শুটিং বন্ধ ছিল। সব মিলিয়ে শুটিংয়ের জন্য চারবার লন্ডন যেতে হয়েছে। শেষ পর্যন্ত সিনেমাটি দর্শকের সামনে আসছে।’

বিজ্ঞাপন

‘লন্ডনে সিনেমার শুটিং করা হয়েছিল। ওখানে শুটিং করার অনুমতি পাওয়া কঠিন বিষয়। এ ছাড়া মাঝে করোনার কারণে অনেক দিন সিনেমার শুটিং বন্ধ ছিল। সব মিলিয়ে শুটিংয়ের জন্য চারবার লন্ডন যেতে হয়েছে। শেষ পর্যন্ত সিনেমাটি দর্শকের সামনে আসছে।’

‘যদি আরেকটু সময় পেতাম’ সিনেমার প্রিমিয়ার হবে লন্ডনে। সেখানে উপস্থিত থাকবেন ফেরদৌস। বাংলাদেশের সঙ্গে একই সময়ে এটি লন্ডনেও মুক্তির পরিকল্পনা চলছে।

তানভীর আহমেদের প্রযোজনায় ফেরদৌস-সেলিন বেরানের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন এলান ব্ল্যাক, সোনিয়া সুলতানা, লায়লা, গোলাম কবীর, নুরুল ইসলাম, হেলেন ইসলামসহ অনেকে।

সারাবাংলা/এজেডএস

ফেরদৌস যদি আরেকটু সময় পেতাম