কিয়ানু রিভসের ‘ডেস্টিনেশন ওয়েডিং’
১৮ মে ২০১৮ ১৯:৩৬ | আপডেট: ১৮ মে ২০১৮ ১৯:৩৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
এ বছরে বেশ কয়েকটি সিনেমাতে দেখা যাবে হলিউড সুপারস্টার কিয়ানু রিভসকে। তার পরবর্তী সিনেমা ‘রেপলিকাস’ ও ‘সাইবেরিয়া’ নিয়ে আলোচনার কমতি নেই। এ তারকা অভিনেতার ভক্তরা অধীর হয়ে অপেক্ষা করছে ছবি দুটো দেখার জন্য। এরই মাঝে প্রকাশ পেয়েছে তার আরো একটি ছবির প্রথম ঝলক বা ট্রেইলার।
ছবির নাম ‘ডেস্টিনেশন ওয়েডিং’। ভিক্টর লেভিন পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে ২৪ আগস্ট। তবে তারচেয়ে বড় খবর হলো, এই ছবিতে দীর্ঘ নয় বছর পর জুটি বেঁধেছেন কিয়ানু রিভস ও উইনোনা রাইডার। এই দুজনে এর আগে, ‘ড্রাকুলা’, ‘এ স্ক্যানার ডার্কলি’ ও ‘দ্য প্রাইভেট লাইভস অব পিপা লি’ সিনেমাগুলোতে অভিনয় করেছিলেন। এ জুটির প্রায় প্রতিটি ছবিই পেয়েছিল ব্যবসায়িক সফলতা।
‘ডেস্টিনেশন ওয়েডিং’ একটি রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমা। এতে রিভস ও উইনোনা দুজনেই হতাশ মানুষের চরিত্রে অভিনয় করেছেন। ছবির মূল গল্পে বন্ধুর বিয়েতে অংশ নিতে যাওয়া ও এরপরে ঘটে যাওয়া নানা কাহিনীই ঘুরে ফিরে আসবে। ট্রেলার দেখে অবশ্য এটা বুঝা গেছে, ছবিতে শেষ পর্যন্ত মিলনাত্মক পরিসমাপ্তি টানবেন পরিচালক।
সারাবাংলা/টিএস