হলিউডে ধর্মঘটকারীদের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি
১০ নভেম্বর ২০২৩ ১৪:৩১
হলিউডের অভিনয়শিল্পীরা তাদের ১১৮ দিন ধরে চলা ধর্মঘট তুলে নিয়েছে। তাদের সংগঠন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড–আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস (এসএজি-এএফটিআরএ) সঙ্গে প্রযোজনা-পরিবেশনা সংস্থাগুলো অস্থায়ী চুক্তি করতে সম্মতি জানিয়েছে। এর অর্থ মূল্য ১০০ কোটি ডলার।
ওয়াল্ট ডিজনি, নেটফ্লিক্স, প্যারামাউন্ট পিকচার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনা ফলপ্রসূ করেছে অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টিভি প্রডিউচার্স (এএমপিটিপি)।
৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে হলিউডে অভিনয়শিল্পীদের ধর্মঘট শেষ হয়েছে। ভালো সম্মানী এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যাপক প্রভাবের উদ্বেগ থেকে সুরক্ষা ব্যবস্থার দাবিতে গত ১৪ জুলাই থেকে আন্দোলন করছিলেন তারা। সম্মানী এবং এআই সমস্যা ছাড়াও অভিনয়শিল্পীদের জন্য পেনশন ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য হারে রয়্যালটি বৃদ্ধির দাবি তোলা হয় ধর্মঘটে। ১ লাখ ৬০ হাজার সদস্যের এসএজি-এএফটিআরএ’র ইতিহাসে এটাই হতে যাচ্ছে সবচেয়ে কার্যকর চুক্তি। এর মাধ্যমে এসএজি-এএফটিআরএ সদস্যরা টেকসই ক্যারিয়ার গড়তে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
১০০ কোটি ডলারের বেশি মূল্যের তিন বছরের চুক্তিতে ন্যূনতম বেতন বৃদ্ধি এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর নতুন বোনাস অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারিকুরিতে সাজানো ফুটেজ কোনো অভিনয়শিল্পীর অনুমতি ছাড়া ব্যবহার না করার সুরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ আছে চুক্তিতে। ফলে লস অ্যাঞ্জেলেস জুড়ে এখন উদযাপন চলছে।
সারাবাংলা/এজেডএস