Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভুল বিয়ে’— হতাশায় মদে আসক্ত পুজা ভাট

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ নভেম্বর ২০২৩ ২২:১৩

পূজা ভাট মানেই যেন বলিউডে বিতর্কিত চরিত্র। তাকে নিয়ে বারেবারেই হয়েছে নানা কাটাছেঁড়া। রটেছে কত কিছুই। বাবা মহেশ ভাটের ঠোঁটে চুম্বন থেকে শুরু করে নানা ঘটনায় বারংবার কলুষিত হয়েছে তার নাম। এমনকি ছোট বোন আলিয়াকে জড়িয়েও তাকে নিয়ে করা হয়েছে নানা কুৎসিত ইঙ্গিত। তবে অতীতে মহেশ ভাট তাঁর মেয়ে পূজা ভাটকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলে। তিনি বলেছিলেন মেয়ে না হলে পূজাকে বিয়ে করতেন তিনি। তার ওই মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল, নিন্দা হয়েছিল সর্বত্র। এখানেই শেষ নয়, এর প্রভাব পড়েছিল পূজা ভাটের কেরিয়ারেও।

বিজ্ঞাপন

এখানেই কি শেষ নাকি, অতীতে পূজা ভাটের আচার আচরণও বারংবার উঠে এসেছে আলোচনা। শোনা যায় মদে আসক্ত ছিলেন তিনি। তবে এখন এ সব অতীত। আজ সমস্ত বিতর্ক থেকে দূরে তিনি। নিজেই জীবন কাটাচ্ছেন নিজের শর্তে।

সম্প্রতি ভারতের একটি ‘আনচেইন মাই হার্ট’ বই প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন পূজা ভাট, সেখানেই ব্যক্তিগত জীবন, বিয়ে নিয়ে মুখ খুলেছেন পূজা। মহেশ ভাট কন্যা কথা বলেছেন বোন আলিয়াকে নিয়েও।

পূজা বলেন, ‘আমার বোন আলিয়া এত সফল কারণ ও জানে কী শেয়ার করতে হবে। ও জানে, কোনটা কোনটা নিজের কাছে রাখতে হবে, আর কোন নয়। তবে আমি শিখেছি যে আপনি যখন খাঁটি হন, যখন আপনি হৃদয় থেকে কথা বলেন, আর তখনই সংযোগ তৈরি হয়। যখন আমি আমার জীবনের দিকে ফিরে তাকাই, আমি উপভোগ করছি তারা যাকে খ্যাতির চতুর্থ মরসুম বলে। একজন শিল্পীর জীবনে চারটি ঋতু থাকে। প্রথমে তারা বলেন যে তার সম্ভাবনা আছে, তারপর তারা বলেন তিনি এসেছেন, তারপর তারা বলেন তিনি শেষ হয়ে গিয়েছেন এবং তারপর আবারও বলা হয় যে তিনি ফিরে এসেছেন। আর তাই আমি বোম্বে বেগমদের সঙ্গে ফিরে এলাম।’

পূজা বলেন, ‘আমি এমন একটা বিয়ে করেছি যা ভেঙে গিয়েছে। এটা কোনও বেদনাদায়ক পরিস্থিতির কারণে ভাঙেনি, বরং বিষয়টা বিরক্তিকর ছিল। আমরা কেউই কাউকে প্রতারণা করিনি, আমাদের এই বিয়ে নিয়ে আগ্রহই ছিল না। একজন নারী হিসাবে, আমি বুঝতে পেরেছি যে সমাজ আমার জন্য যে বাক্সটি তৈরি করেছে তাতে টিক দেওয়ার সময় আমি নিজেকে হারিয়ে ফেলেছি। এটা বুঝতে আমার কিছুটা সময় লেগে গিয়েছে। আমি এমন একটা বিয়েতে আটকা পড়েছিলাম যা আমার জন্য আদৌ ঠিকঠাক ছিল না। আমি আমার নারী সত্ত্বা হারিয়েছি। আমি ভুলেই গিয়েছিলাম আমি কে?। তিনি (আমার স্বামী) একজন দারুণ মানুষ ছিলেন, কিন্তু আমার মধ্যে একাকীত্ব তৈরি হয়।’

বিজ্ঞাপন

পূজা আরও বলেন, ‘আমি আমার ক্ষতে প্রলেপ লাগাতে অ্যালকোহলে ডুবে যাই। আটকে পড়িছিলাম, যেন আমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। প্রথমে একজন ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করেছি, তারপর মদে ডুব দিয়ে তৃপ্তি পাওয়ার চেষ্টা করি। আমি নিজেকে জিজ্ঞাসা করছিলাম খারাপ সম্পর্ক এবং মদের মধ্যে পার্থক্য কি? আমি ব্যথা থেকে মুক্তি পেতে এসব করেছি। ধীরে ধীরে যন্ত্রণা ও শূন্যতার সঙ্গে মোকাবিলা করতে শিখেছি। তারপর ধীরে ধীরে অ্যালকোহল মুক্ত হই। শান্তি ফিরে আসার পর সাত বছর হয়ে গিয়েছে।’

সারাবাংলা/এএসজি

‘ভুল বিয়ে’— হতাশায় মদে আসক্ত পুজা ভাট পূজা ভাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর