হাত জোড় করেও কাজ হলো না— ফ্লপের রেকর্ড গড়লেন কঙ্গনা
৯ নভেম্বর ২০২৩ ১৯:০৯ | আপডেট: ৯ নভেম্বর ২০২৩ ১৯:১৫
সব বিতর্ককে পাশে রেখে ৪বার ভারতীয় চলচ্চিত্রের জাতীয় পুরস্কারটা নিজের করে প্রমাণ করে নিজেকে বলিউডের কুইন হিসেবে দাবী করেছিলেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু, কী দুর্ভাগ্য! সাম্প্রতিক সময়ে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে তার একের পর এক ছবি। ধাকড়-এর পর আবার চূড়ান্ত ভাবে ফ্লপ তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘তেজস’। গত ৮ বছরে সেভাবে হিটের মুখ দেখেননি বলিউডের ‘কুইন’। জাতীয় পুরস্কার এসেছে ঠিকই, তবে বক্স অফিসে সাফল্য নেই বললেই চলে। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছিল কঙ্গনার শেষ হিট ছবি। এরপর ‘কাট্টি বাট্টি’, ‘সিমরন’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘পাঙ্গা’, ‘থালাইভি’, ‘ধাকড়’—ফ্লপের ধারা অব্যাহত।
গত ২৭শে অক্টোবর বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘তেজস’। ভারতীয় বিমানবাহিনীর নারী অফিসারকে ঘিরে তৈরি এই ছবি নিয়ে বেজায় আশাবাদী ছিলেন কঙ্গনা। কিন্তু মুক্তির পর থেকে সিনেমা হলে মাছি তাড়াচ্ছেন হল মালিকরা। এই ছবিকে প্রত্যাখ্যান করেছে দর্শক। স্বভাবতই দু-সপ্তাহ যেতে না যেতেই হল থেকে বিদায় নিল এই ছবি। পুরো ভারত জুড়ে ভারতীয় মুদ্রায় মাত্র ৪.২৫ কোটি রূপীর টিকিট বিক্রি হয়েছে কঙ্গনা রানাওয়াতের এই ছবি। যেখানে ছবির বাজেট কমপক্ষে ৭০ কোটি টাকা।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তেজসের এই ব্যবসা থেকে প্রযোজকের ঘরে এসেছে মাত্র ৭০ লক্ষ রূপী। ভারতে ডিস্ট্রিবিউটারদের পকেটে গিয়েছে মাত্র ১.৯১ কোটি এবং বিদেশ ডিস্ট্রিবিউটারদের আয় মাত্র ৩২ লক্ষ রূপী। ছবির স্য়াটেলাইট, ডিজিটাল স্ট্রিমিং এবং মিউজিকয়ের স্বত্ত্ব বিক্রি হয়েছে ১৭ কোটিতে। তাই সব মিলিয়ে ছবির আয় দাঁড়াবে ১৯ কোটির আশেপাশে। সুতরাং এই ছবির ভরাডুবি নিশ্চিত। ৫১ কোটির লোকসান হতে চলেছে প্রযোজকের, যা কঙ্গনার কেরিয়ারের আরও একটা কালো দাগ বলেই বিবেচ্য। এবার সমালোচকের বিচারে বলিউডের ‘ফ্লপ কুইন’-এর তকমা পাচ্ছেন কঙ্গনা!
উল্লেখ্য, ছবির প্রচার বাড়াতে ইনস্টাগ্রামের পাতায় হাতজোড় করেছিলেন কঙ্গনা। দর্শকদের অনুরোধ করেছেন প্রেক্ষাগৃহে এসে ‘তেজস’ দেখতে। কিন্তু অভিনেত্রীর কাতর আর্জি নিয়ে মাথাব্যাথা নেই অনুরাগীদের। ঘনিষ্ঠসূত্রের দাবি, তেজসের ব্যর্থতায় মানসিকভাবে বিপর্যস্ত কঙ্গনা। একের পর এক ফ্লপ ঘিরে ভেঙে পড়েছেন তিনি।
আরও পড়ুন: সালমান-ঐশ্বরিয়ার আলিঙ্গন!— অশান্তি উঁকি মারছে বচ্চন পরিবারে
যদিও নতুন উদ্যমে ফের শুরু করতে নিজেকে প্রস্তুত করছেন কঙ্গনা রানাওয়াত। আসতে চলেছে তার নতুন ‘এমার্জেন্সি’। এই ছবিতে ভারতের প্রাক্তন প্রাধনমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ‘এমার্জেন্সি’ পরিচালনার দায়িত্বেও আছেন কঙ্গনা নিজে, এই ছবি তৈরি হয়েছে তার প্রযোজনায়। তবে অক্টোবর মাসে এই ছবি মুক্তির কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছেন কঙ্গনা। কারন হিসেবে অনেকে মনে করছেন, এই দিওয়ালিতে মুক্তি পাচ্ছে সালমানের ‘টাইগার ৩’, ক্রিসমাসে ‘ডাঙ্কি’ নিয়ে আসবেন শাহরুখ। তাই ২০২৩ সালে ‘এমার্জেন্সি’ মুক্তি দিয়ে আবার ফ্লপের স্বাদ পেতে চাচ্ছেন বলিউড কুইন।
সারাবাংলা/এএসজি
কঙ্গনা রানাওয়াত হাত জোড় করেও কাজ হলো না- ফ্লপের রেকর্ড গড়লেন কঙ্গনা