Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ হলে চলছে অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ নভেম্বর ২০২৩ ১৫:১৩

অভিনেত্রী অরুণা বিশ্বাস নির্মাণ সরকারি অনুদানে নির্মাণ করেছেন ‘অসম্ভব’। ছবিটি শুক্রবার ‘৩ নভেম্বর’ সারাদেশের ২২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন পরিচালক। তবে হল লিস্ট প্রকাশ করেননি পরিচালক।

প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমে ঠাঁসা বুনোট গল্পের আটসাঁটের সিনেমা ‘অসম্ভব’। অরুণা বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আব্দুন নূর, শাহেদ শরীফ খান।

বিজ্ঞাপন

আরও অভিনয় করেছেন জিনাত শানু স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ এবং একটি বিশেষ চরিত্রে স্বনামে যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মাসুম আজিজ, আল মামুন ও জ্যোতিকা জ্যোতি।

‘অসম্ভব’ চলচ্চিত্রে নির্মিত গানের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় এবং গাজী মাজহারুর আনোয়ার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অনিমা রায়, চম্পা বণিক। অরুণা বিশ্বাসের মূল কাহিনী ও সার্বিক তত্ত্বাবধানে প্রসূন বিশ্বাস মিঠু। সংলাপ ও কাহিনী বিন্যাসে ছিলেন মুজতবা সউদ।

সারাবাংলা/এজেডএস

অরুণা বিশ্বাস অসম্ভব