Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তানভীরের ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ জিম

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ নভেম্বর ২০২৩ ১৭:৪২

এ সময়ের সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। বেছে বেছে ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি তিনি কাজ করেছেন ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ নামের একটি একক নাটকের।

এতে তার সহশিল্পী ছোট পর্দার অভিনেতা আবু হুরায়রা তানভীর। আদর সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। সম্প্রতি গাজীপুরের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ হয়েছে।

নতুন নাটক প্রসঙ্গে জিম বলেন, এ নাটকে মায়া চরিত্রে অভিনয় করেছি। চ্যালেঞ্জিং একটি চরিত্র। তবে কাজটি করে অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছে। কারণ, আমি কখনো পান খাইনি। কিন্তু এ নাটকের জন্য অনেকগুলো পান খেতে হয়েছিল। পান খেয়ে জিহ্বার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কয়েক দিন পানি ব্যতীত মুখে কিছু দিতে পারিনি। তবে চরিত্রটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছি এটাই ভালো লাগার। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।

জানা গেছে, ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ নাটকটি শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে। নাটকটিতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী, সুষমা সরকার, হানিফ পালোয়ান।

সারাবাংলা/এজেডএস

জিম সিক্রেট গার্লফ্রেন্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর