Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চঞ্চল-সৃজিত কোথায় চললেন?

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ নভেম্বর ২০২৩ ২০:১৪

চঞ্চল চৌধুরী তার ফেসবুক পেইজে একটি সেলফি পোস্ট করেছেন। যাতে রয়েছেন কলকাতার নামকরা পরিচালক সৃজিত মুখার্জি। তারা দুজন বিমানের সিটে পাশাপাশি বসা। কোথায় যাচ্ছেন তারা?

নেটিজেনদের এ প্রশ্নের উত্তর অবশ্য চঞ্চল নিজেই দিয়েছেন। এ ছবির ক্যাপশনে এই গুণী অভিনেতা লিখেন, ‘‘সৃজিতদার সঙ্গে ‘পদাতিক’-এর অনেক বড় একটা সফর। লন্ডন যাত্রা। উদ্দেশ্য একটি চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’-এর প্রথম প্রদর্শনী।’’

বিজ্ঞাপন

কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ শিরোনামে এ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে ‘পদাতিক’ সিনেমার। এজন্য চঞ্চলকে নিয়ে সৃজিতের লন্ডন সফর।

এ সিনেমায় মৃণাল সেনের ব্যক্তিগত এবং পরিচালনার জীবন বেশি জায়গা পেয়েছে। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত কলকাতা ট্রিলজি সিনেমার অনেকটা জুড়ে থাকবে বলে জানা গেছে।

সারাবাংলা/এজেডএস

চঞ্চল চৌধুরী পদাতিক সৃজিত মুখার্জি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর