Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুসানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেল ‘নকশিকাঁথার জমিন’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ১৯:০৮

কোরিয়ার অনুষ্ঠিত হয়েছে ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে সেখানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কার অর্জন করেছে আকরাম খান পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটির সহ প্রযোজনা করেছে টিএম ফিল্মস।

জানা যায়, প্রায় সাতশ চলচ্চিত্র থেকে বাছাই করে নকশিকাঁথার জমিনসহ আটটি চলচ্চিত্র মনোনীত হয় শ্রেষ্ঠ কাহিনিচিত্রের প্রতিযোগিতা বিভাগে। ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলা এই উৎসবে ২৮ অক্টোবর কোরিয়ান সময় সকাল ১০টায় ‘নকশিকাঁথার জমিন’ প্রদর্শিত হয়৷ ২৯ অক্টোবর উৎসবের সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রটিকে শ্রেষ্ঠ কাহিনিচিত্রের পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

প্রতিক্রিয়ায় নির্মাতা আকরাম খান বলেন, ‘স্বাধীনধারার শিল্পসম্মত চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই উৎসবে পুরস্কার প্রাপ্তিতে তিনি খুবই অনুপ্রাণিত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রের আন্তর্জাতিক মহলে স্বীকৃতি আমাদের আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অজানা ইতিহাসেরই স্বীকৃতি।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলির কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

এর আগে এশিয়ার অন্যতম চলচিত্র উৎসব ভারতের IFFI এ ইউনেস্কো গান্ধী মেডাল এর জন্য মনোনীত হয় চলচ্চিত্রটি। এছাড়াও বেঙ্গালুরুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশনে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিশেবে পুরস্কার পায় ‘নকশিকাঁথার জমিন’।

বিজ্ঞাপন

টিএম ফিল্মসের পক্ষ থেকে প্রযোজক ফারজানা মুন্নি জানান, আরও কিছু আন্তর্জাতিক উৎসব ঘুরে খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ ‘নকশিকাঁথার জমিন’ দেখতে পারবেন৷

সারাবাংলা/এজেডএস

জয়া আহসান নকশিকাঁথার জমিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর