Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতৃহারা হলেন মাবরুর রশিদ বান্না

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১৮:০১

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নার মা মারা গিয়েছেন। রোববার (২৯ অক্টোবর) রাজধানীর কাজীপাড়ায় নিজ বাসায় তিনি মারা যান। বান্না নিজে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।

বান্না বলেন, আমার মায়ের জন্য দোয়া চাই, গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে আম্মুকে কবরে শুইয়ে দিব।’

সপ্তম শ্রেণিতে পড়ার সময় মাবরুর রশিদ বান্নাহকে তার মামা একটি ক্যামেরা উপহার দেন। সেই ক্যামেরা দিয়ে তিনি বিভিন্ন ধরনের ছবি তুলতেন এবং এতে পুরোপুরি পারদর্শী হয়ে যান। এইরকম ছবি তোলার সুবাধে তিনি একসময় ইত্তেফাক পত্রিকায় চাকরি পান। এরপর ২০০৮ সালে সহকারী পরিচালক হিসেবে ইফতেখার আহম্মেদের সঙ্গে কাজ করেন। এই কাজটির মাধ্যমেই তিনি পরিচালনার জগতে প্রবেশ করেন।

২০১১ সালের ডিসেম্বর মাসে প্রথম নিজের একক নাটক পরিচালনা করেন তিনি। তার তৈরি করা প্রথম নাটকটির নাম ছিল ‘ফ্লাশব্যাক’। এই নাটকটির প্রযোজক ছিলেন তার বাবা। যা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তারপর থেকে একের পর এক অনেক জনপ্রিয় নাটক তৈরি করে যাচ্ছেন। তার পরিচালনায় জনপ্রিয় নাটকের মধ্যে ‘ছোট্ট পাখির বাসা’, ‌‘সি ফর কোচিং’, ‘বেয়াদব’ ও ‘নেভার সিরিয়াস’ উল্লেখযোগ্য।

সারাবাংলা/এজেডএস

মাতৃহারা মাবরুর রশিদ বান্নাহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর