Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন ভয় পেয়েছেন মাহি?

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১৭:১৮

গেল রাতে (২৮ অক্টোবর) নায়িকা মাহিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার অনেক ভয় লাগতেসে কেনো’। কিন্তু তার কেনো ভয় লাগছে তা লেখেননি।

তবে অনেকে ধারণা করছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি ও একজন পুলিশি সদস্যকে প্রকাশে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় তিনি ভয় পেয়েছেন। কারণ এর আগে মাহি তার ফেসবুকে গতকালের পুলিশ নির্যাতনের একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন : ‘আল্লহগো’।

এদিকে মাহির হাতে বেশ কিছু চিত্রনাট্য এসেছে বলে জানান মাহি। তিনি বলেন, ‘বেশ কিছু চিত্রনাট্য হাতে এসেছে। তবে গল্পগুলো হালকা মনে হয়েছে। যেহেতু আমি এখন আর সারা বছর টানা সিনেমা করব না, তাই বছরে দু’তিনটি মনে রাখার মতো কাজ করতে চাই। ওটিটির গল্প অনেক সময় বেশ সাহসী হয়। সে রকম গল্পের বেশ কয়েকটি কাজ এসেছিল। যেহেতু আমি এখন রাজনীতির সঙ্গে জড়িয়েছি। আগে থেকেই আমার স্বামী রাজনীতিতে জড়িত। ইমেজের কথা ভেবে কাজগুলো চূড়ান্ত করিনি।’

সারাবাংলা/এজেডএস

ভয় মাহিয়া মাহি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর