Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামী রাজের সঙ্গে নিজের মুখ দেখাতে চান না শিল্পা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১৩:১১

তার প্রতিটি কাজই বেশ গোছানো। বলা হয়ে থাকে বলিউড ইন্ডাস্ট্রিতে ‘পিকচার পারফেক্ট’ মানেই শিল্পা শেঠি। ডান্স রিয়্যালিটি শোয়ের শুটিং, প্রায় এক দশক পর প্রিয়দর্শনের মতো নামি পরিচালকের সিনেমায় কামব্যাক, হাসিখুশি সংসার। এরপর আচমকা ছন্দপতন। যাকে বলে সশব্দে! পর্ন ফিল্ম বানানো এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রীর স্বামী, রাজ কুন্দ্রা। পর্ন ছবি তৈরির ব্যবসার সঙ্গে রাজ কুন্দ্রার নাম জড়ানোয় হইচই পরে বলিউড জুড়ে। কটাক্ষ, বিদ্রুপের শিকার তাকে হতে হয়েছে হামেশাই। তার ছোট্ট ছেলের ওপর যেন এসবের প্রভাব না পড়ে এবং তাকে যেন এসব ব্যাপার থেকে দূরে রাখা হয় তার জন্য সবার কাছে আবেদনও জানিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। এরপর থেকেই সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন শিল্পা শেঠি। একেবারে অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। তারপর পরিস্থিতি নীরিখের বিচারে জীবন যুদ্ধে লড়াইয়ের সঙ্গে নিজের জীবনকেও খুঁজে পেয়েছিলেন শিল্পা। নিজেকে সামলে আবার যোগ দিয়েছেন কাজে।

বিজ্ঞাপন

এরমধ্যে নতুন করে আলোচনা শুরু হলো স্বামী রাজ কুন্দ্রার সিনেমায় অভিষেক নিয়ে। খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটতে চলেছে অভিনেত্রীর স্বামীর। জেলে কাটানো বিভীষিকাময় দিনগুলি তুলে ধরতে সিনেমা বানাচ্ছেন রাজ কুন্দ্রা। ছবির নাম ‘ইউটি – ৬৯’। আর নিজের এই বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাজ নিজেই। তবে রাজের এই ছবিতে দেখা যাবে না শিল্পাকে। শোনা যাচ্ছে, হোক না স্বামী তবু এমন আনকোরা অভিনেতার সঙ্গে মুখ দেখাতে চান না শিল্পা!

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা জানালেন, ‘শিল্পা হলেন নামজাদা অভিনেত্রী, তিনি আমার মতো আনকোরা অভিনেতার সঙ্গে অভিনয় করবেন কেন?’

রাজ কুন্দ্রা

রাজ কুন্দ্রা

প্রসঙ্গত, রাজ যে একেবারেই অভিনয় জানেন না তেমনটা নয়। লন্ডনে থাকাকালীন ১৮ বছর বয়সে বলিউড অভিনেত্রী পদ্মিনী কোলাপুরির অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে অভিনয় শিক্ষা নেন। শুধু তাই নয়, রাজ নিজের ছবির ট্রেলার প্রথমে দেখান পদ্মিনীকেই। তবুও রাজের অভিনয় দক্ষতার উপর ভরসা নেই শিল্পার।

সারাবাংলা/এএসজি

শিল্পা শেঠি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর