চলে গেলেন কবি-অভিনেতা তারেক মাহমুদ
২৭ অক্টোবর ২০২৩ ১৪:৩৫
কবি, অভিনেতা, প্রকাশক তারেক মাহমুদ রামপুরায় তার নিজ বাসায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টায় মারা গিয়েছেন। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান সাগর খবরটি নিশ্চিত করেছেন।
রামপুরার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে বৃহস্পতিবার রাতে মগবাজারে কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত্য ঘোষণা করে।
তারেক মাহমুদের ছায়ালোক মিডিয়া স্টেশন নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। এর ব্যানারে ‘চটপটি’ শিরোনামের ছবির শুটিং করেন। শুটিং শেষ হলেও অর্থসংকটের কারণে তা মুক্তি দিতে পারেননি। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীরব ও জারা।
তারেক মাহমুদ বিদায় নেওয়ার ক’দিন আগে লিখে গেছেন তার ফেসবুক দেয়ালে, ‘কেনো জানি মনে হয় ইন্ডাস্ট্রিতে আমি এক স্যাংশানপ্রাপ্ত অভিনেতা!!! এতো কম মূল্যের অভিনয় শ্রমিক তবুও গেরস্থ জোটে না।’ অন্যদিন লিখেছেন, ‘আজকে বেশ কিছু টাকার দরকার। কয়েকটা সিঙ্গেল নাটকের স্ক্রিপ্ট, একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার স্ক্রিপ্ট রেডি আছে। কেনার মতো কেউ আছেন? প্রয়োজনে স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমার নাম রাখারও দরকার নেই। টাকার দরকার। কবিতার পাণ্ডুলিপি, উপন্যাসের কথা না হয় বললামই না। সেই দয়াল প্রকাশক আমার ললাটে নেই, যারা সম্মানী দিয়ে পাণ্ডুলিপি নেবেন।’
নিজের নিঃসঙ্গ জীবন নিয়ে তারেক মাহমুদ লিখেছেন, ‘আমাদের মতো যাদের বয়স ৫০-এর কোঠায় বা আশেপাশে এবং একা থাকেন তাদের জন্য দিনশেষে জীবনটা একটু অসহায়বোধ মনে হয়। নিঃসঙ্গতা তাদেরকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে নিয়ে যায়। সে হতে পারে নারী বা পুরুষ।’
তারেক মাহমুদ, দীর্ঘদিন ঢাকায় একা জীবন যাপন করছিলেন। তার ২২ বছর বয়সী এক পুত্র আছেন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক বছর আগেই।
মূলত কবি হিসেবে ১৯ শতকের শেষাংশ থেকে রাজধানীর আজিজ মার্কেটের নিয়মিত মুখ ছিলেন তারেক মাহমুদ। কবিতার আড্ডা থেকেই তার অভিনয় আর নির্মাণে প্রবেশ। যদিও দুই দশকের ক্যারিয়ারে তার নিত্যসঙ্গী ছিলো নিঃসঙ্গতা আর অর্থকষ্ট। অবশেষে সেটিকেও অতিক্রম করে গেলেন তারেক মাহমুদ। এই সেপ্টেম্বরে অভিনেতার একটি পোস্টে ভেসে উঠেছে সেই নির্মমতা, ‘পাবনা বা আশেপাশে নাটকের শুটিং থাকলে নির্মাতাদের অনুরোধ করছি আমাকে কাস্টিংয়ে রাখবেন। আমার বাড়ি পাবনাতে। অনেকদিন বাড়ি যাওয়া হয় না। এই সুযোগে শুটিং শেষে বাড়ি থেকে ঘুরে আসবো।’
গত রাতে শুটিং ছাড়াই সেই বাড়িতে ফিরলেন কবি।
সারাবাংলা/এজেডএস