Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীমণি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন হাসপাতালে বসে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ অক্টোবর ২০২৩ ১৫:২৭

কিছুদিন আগে ‘ডোডোর গল্প’ ছবির শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমণি। ঠাণ্ডা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন হাসপাতালে। কিন্তু কথায় বলে ‘ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে’। তেমনি অভিনয়শিল্পী অভিনয় ছাড়া তো এক মুহূর্ত থাকতে পারেন না। তাই তো হাসপাতালের বিছানায় শুয়েই শুনলেন নতুন সিনেমার গল্প। হলেন চুক্তিবদ্ধ।

নবীন নির্মাতা মেহেদী হাসিবের পরিচালনায় ছবিটিতে পরীমণির বিপরীতে থাকছেন ইমন। বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি নিজে। এ মিটিংয়ে একটি ছবি তার ফেসবুক আইডিতে শেয়ার করেছেন তিনি। সেখানে লিখেছেন, ‘এই ছবিগুলো হাসপাতালের নিচেই তোলা। আমার নতুন একটা কাজের খুব ছোট একটা মিটিং করে ফেললাম এ হাসপাতালের করিডোরেই। এ ব্যপারে খুব শিগগির জানাব সবাইকে। ছবিগুলোও তুলে দিয়েছেন আমার এই নতুন ডিরেক্টর মেহেদী হাসিব ভাই। বাসায় ফিরে সব কাজ শেষ করে দেখলাম এই মধ্যরাত ছাড়া আর এগুলো লেখার সময় করতে পারবো না আগামী আরও কয়েকটা দিন।’

বিজ্ঞাপন

এর আগে অসুস্থতা নিয়ে নিজের পেইজে পরীমণি লিখেছিলেন, ‘আজ কতগুলো দিন হাসপাতালেই কেটে যাচ্ছে আমার। প্রথমে আমি ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুইদিন পর আমার নানা ভাই! আমি সুস্থ হয়ে এখন নানাকে কেয়ার করছি। বাসা-হাসপাতাল, হাসপাতাল আর বাসা। ফেসবুকে সময় করতে পারছি না ঠিক। কিন্তু যতটুকুই আসি প্রায় সবাই আমার পদ্মফুলের কথা বলেন, দেখতে চান। নতুন ছবি/ভিডিও। আমার কী যে ভালো লাগে! কতো ভালোবাসেন সবাই আমার বাচ্চাটাকে!’

সারাবাংলা/এজেডএস

নতুন ছবি পরীমণি মেহেদী হাসিব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর