Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিব-একটি জাতির রূপকার: দেশের ১৫৩ হলে মুক্তি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ অক্টোবর ২০২৩ ১৪:১৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ১৪:২১

১৩ অক্টোবর (শুক্রবার) মুক্তি পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে মুক্তির এই তারিখ। সিনেমাটি যে দেশের রেকর্ডসংখ্যক সিনেমা হলে মুক্তি পাবে, সে ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। এবার জানানো হলো সেই রেকর্ডসংখ্যক হলের সংখ্যাও। ১৫৩টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। হল সংখ্যা উল্লেখ করে দেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিতে প্রচারণাও চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

মুক্তি সামনে রেখে মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সেখানেও জানানো হল সিনেমাটি ১৫৩ হলে একযুগে মুক্তি পাবে। সিনেমাটির ডিস্টিবিউশনেরদায়িত্ব থাকছে জাজ মাল্টিমিডিয়ার ওপর। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ সংবাদ সম্মেলনে হল সংখ্যা ১৫৩টির বিষয়েও নিশ্চিত করেন। তিনি বলেন, “দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’।

বিজ্ঞাপন

এরইমধ্যে সিনেমাটির পোস্টার, ট্রেলার ও গান প্রকাশ করা হয়েছে। এর বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পরিকল্পনা চলছে বলে আগেই জানিয়েছেন নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটি সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে যাবে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন আরিফিন শুভ।

শুভ বলেন, ‘এই সিনেমার গল্পটাও আমি জানতে চাইনি। কারণ নির্মাতা শ্যাম বেনেগাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমার জন্য যথেষ্ট কাজটি করার জন্য। আমি এমন একটা মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি, যিনি লড়াই-সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। আর এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা করতে না পারি, তাতেও কোনো আক্ষেপ থাকবে না।’

দীঘি বলেন, ‘অনেক উচ্ছ্বসিত আমি। অনেক উত্তেজনা কাজ করছে। এটি কেবল সিনেমা নয়, একটা জাতির ইতিহাস। আমিও ইতিহাসের অংশ হয়ে গেলাম রেণুর চরিত্রে অভিনয় করে।’ উল্লেখ্য, ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর ও জায়েদ খান।

ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত এবং অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেইলার রিলিজ করা হয়।

আরিফিন শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

সারাবাংলা/এসবিডিই

মুজিব-একটি জাতির রূপকার: দেশের ১৫৩ হলে মুক্তি মুজিব: একটি জাতির রূপকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর