Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তি পেল ‘ইতি চিত্রা’র টিজার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ অক্টোবর ২০২৩ ১৯:৪৫

রাইসুল ইসলাম অনিক নির্মাণ করেছেন ‘ইতি চিত্রা’। ছবিটি আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে। সে উপলক্ষে ছবিটির অফিসিয়াল ফেসবুক পেইজ ও টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে টিজার।

রোমাঞ্চকর টিজারটি ছিল ৫৫ সেকেন্ডের। এর নিচে প্রতিটি কমেন্ট ছিল প্রশংসায় ভরপুর। সবাই একবাক্যে বলেছেন টিজার দেখে মনে হচ্ছে ছবিটির চিত্রনাট্য বেশ দারুণ হবে। এর আবহ সঙ্গীত ও অভিনয়শিল্পীদের প্রশংসা করেছেন দর্শক।

বিজ্ঞাপন

নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, “সময় পরিবর্তন হয়েছে। বাংলা সিনেমা নিয়ে আমাদের দর্শকের প্রত্যাশা এখন আন্তর্জাতিক মানসম্পন্ন কাজ। আর আমার কাজটি সহজ করে দিয়েছেন চিত্রগ্রাহক ফরহাদ হোসেন। আমি আশা করি ‘ইতি চিত্রা’ আমাদের দর্শককে রোমাঞ্চিত করবে।”

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন ও জান্নাতুল রিতু। আরো অভিনয় করেছে নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, শেখ স্বপ্না, মনিরুজ্জামান মনি, লোবা আহমেদ, সোহানা শারমিন, ব্রিটিশ বাবু, কামাল খান, তামিম ইকবাল।

সারাবাংলা/এজেডএস

ইতি চিত্রা টিজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর