Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বিজ্ঞাপনচিত্রে ওমর সানী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ অক্টোবর ২০২৩ ১৬:৪২

গেল বছর মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘নগদ’-এর একটি বিজ্ঞাপনচিত্রে দেখা গিয়েছিল ওমর সানীকে। তিনি প্রায় এক বছর পর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন। এবারের বিজ্ঞাপনটি স্টার লাইন ফুড প্রোডাক্টসের।

বিজ্ঞাপনটির মূল থিম ক্রিকেট নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা। এতে দেখানো হয় প্রবাসের কষ্টের জীবনেও প্রবাসীরা কীভাবে খেলা দেখছেন। কীভাবে তাদের আবেগ, অনুভূতির সঙ্গে খেলা জড়িত। বিজ্ঞাপনের শেষে বলা হয়, ‘মান অভিমান যাই থাকুক, তার চেয়ে বেশি দেশপ্রেম’।

বিজ্ঞাপন

স্টার লাইন ফুড প্রোডাক্টসের বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শাফায়েত শাওন। বিজ্ঞাপনটি প্রকাশের পর পরই সবার কাছে প্রশংসিত হচ্ছে। এ নিয়ে ওমরা সানী বলেন, ‘দেশের যেকোনো কিছু নিয়ে কাজ করতে ভালোবাসি। সবাই এটি পছন্দ করছেন, জেনে খুব ভালো লাগছে।’

ওমর সানী অভিনীত ‘সোনার চর’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। জাহিদ হোসেনের পরিচালনায় নির্মিত ছবিটিতে আরও রয়েছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ ও পাপিয়া মাহি।

সারাবাংলা/এজেডএস

ওমর সানী নতুন বিজ্ঞাপনচিত্র

বিজ্ঞাপন

‘মানুষ অবদান মনে রাখে না’
২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর