Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোতল ছোড়াছুড়ি থেকে মারামারির সূত্রপাত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪১

সেলিব্রেটি ক্রিকেট লীগে দীপংকর দীপনের দলের সঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দল জিতে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তারা এ ম্যাচ জিতে। সে উদযাপনের এক পর্যায়ে দুই দলের মধ্যে মারামারি শুরু হয়। এর ফলে দীপনের দলের ছয় জন জাতীয় আর্থোপেডিক হাসপাতালে শুক্রবার মধ্য রাতে গিয়ে চিকিৎসা নেন। এরা হলেন জয় চৌধুরী, রাজ রিপা, শিশির সরদার, আশিক জাহিদ, আতিকুর রহমান ও শেখ শুভ আহত হন।

বিজ্ঞাপন

মাঠে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচ চলাকালীন সময়ে একবার উত্তেজনা ছড়াতে গেলেও তা থামিয়ে দেয় আয়োজকরা। ম্যাচ শেষে শরিফুল রাজ ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দীপনের দলের খেলোয়ার রাজ রীপাকে পানির বোতল ছুঁড়ে মারেন এবং টিজ করেন। এতে রীপার দলের জয় চৌধুরীসহ কয়েকজন প্রতিবাদ করেন। এসময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এর কিছুক্ষণ পর রাজের দলের নঈম ইমতিয়াজ নেয়ামূল নাচতে নাচতে দীপনের দলের কাছাকাছি যান। সেখানে তার সঙ্গে দীপনের দলের সদস্যদের মধ্যে হাতাহাতি হয়।

তবে প্রত্যক্ষদর্শীদের এ বর্ণনার সত্যতা জানতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজকে মোবাইলে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন! নব্বই দশকের অভিনেতা মনির খান শিমুল খেলছেন দীপঙ্কর দীপনের দলে। এই অভিনেতাও ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন আয়োজকদের বিরুদ্ধে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

পুরো ঘটনা নিয়ে দীপংকর দীপন আয়োজক কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি সারাবাংলাকে বলেন, আমরা আয়োজক কমিটি ও ম্যাচ রেফারির কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তারা এ মুহূর্তে (শনিবার) মিটিংয়ে আছে। আজ দুপুরের মধ্যে তারা সিদ্ধান্ত জানাবেন।’

আপনার কী অভিযোগ এবং কাদের বিপক্ষে জানিয়েছেন? এমন প্রশ্নের জবাবে দীপন বলেন, ‘এ জিনিসটা ইতোমধ্যে মিডিয়াদের যেভাবে ছড়িয়ে তা আমরা আর চাই না ছড়াক। এটা শিল্পীদের অভ্যন্তরীণ বিষয়। বিষয়টা শিল্পী সমাজের জন্য সামগ্রিকভাবে অপমানজনক হলো। সামগ্রিক শিল্পীর আচরণ এমন হতে পারে না। আমাদের ফেডারেশন আছে, তারা সিদ্ধান্ত নিবেন।’

বিজ্ঞাপন

শুক্রবার টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। দীপঙ্কর দীপনের টিম বিরাট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সমানুপাতিক হারেই রান তুলছিল। তবে শেষ পর্যন্ত ৭ রানে হেরে যায় তারা। দলটি নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করে।

‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’প্রায় দু সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

এই সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্বে দিচ্ছেন, গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

সারাবাংলা/এজেডএস

বোতল ছোঁড়াছুড়ি মারামারি সেলিব্রেটি ক্রিকেট লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর