Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁধনের ছবিতে অতিথি শাহরুখ খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩০

বাঁধন বলিউডের ছবি ‘খুফিয়া’তে অভিনয় করেছেন সেই ২০২১ এ। ছবিটি আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে। আর সে ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ।

নিউজ১৮, আনন্দবাজারসহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, সিনেমাটিতে ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে।

বিজ্ঞাপন

বিশাল ভরদ্বাজ বলেন— ‘‘আমরা একসঙ্গে কাজ করার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করছি। এমনকী ‘জওয়ান’ সিনেমার পরও আমাদের মাঝে দীর্ঘ সময় আলোচনা হয়েছে।’’

‘খুফিয়া’ সিনেমায় শাহরুখের অভিনয়ের বিষয়ে বিশাল ভরদ্বাজ বলেন, ‘‘ভক্তরা যখন শাহরুখ-বিশালকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছেন, তখন সুপারস্টারকে (শাহরুখ) ‘খুফিয়া’ সিনেমায় ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে দেখতে পাবেন।’’

শাহরুখকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের বিষয়ে বিশাল ভরদ্বাজ বলেন, ‘‘খুফিয়া সিনেমায় ক্যামিও তো হয়ে গেছে। কিন্তু আমরা এখন একসঙ্গে একটি সিনেমা নির্মাণের আশা করছি। আমার মন বলছে, এটি হবে। এমনকী শাহরুখ খানও বলেছেন, হয়তো এটি হবে।’’

মুক্তিকে সামনে রেখে গত ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। পুরো ট্রেইলার জুড়ে টাবুর উপস্থিতি নজর কেড়েছে। মাঝামাঝি সময়ে পর্দায় বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করে দর্শক মনে।

২০২১ সালের ১১ অক্টোবর সিনেমাটির শুটিং দিল্লিতে শুরু করেন বাঁধন। এ সিনেমার জন্য ওই সময়ে বেশ কিছু কাজ হাতে নেননি। কারণ এই চরিত্রটি যাতে ঠিকঠাকমতো ফুটিয়ে তুলতে পারেন। বাঁধন বলেন, ‘এই চরিত্রের সঙ্গে অন্য চরিত্র মিলবে না। চরিত্রটি ঠিকঠাক মতো ফুটিয়ে তোলার জন্য পরিচালক যেভাবে বলেছেন সেভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছিলাম। শুটিংয়ের সময় পরিচালক দিকনির্দেশনাও দিয়েছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

অতিথি খুফিয়া বাঁধন শাহরুখ খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর