Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়া শুধু প্যারা দেয়!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৩

সজলের গার্লফ্রেন্ডের নাম প্রিয়া। কিন্তু তার সাথে সম্পর্কের এত বছর হয়ে যাবার পরও সজল এক মিনিটের জন্য শান্তি পায়নি। কারণ, সজলের প্রিয়া শুধু প্যারা দেয়। সজলের বন্ধু মন্টু প্রেম করে এক মেয়ের সাথে।

সেই মেয়ে মন্টুকে প্রতিমাসে হাত ঘড়ি দেয়। দামী সানগ্লাস দেয়। আর সজলের প্রিয়া প্রতিমাসে সজলের হাত কামড়ে দেয়। নাকের উপর সানগ্লাস পড়াতো দূরের কথা, সজলের নাকের আশেপাশে প্রিয়ার দেয়া ১০১ টা খামচির দাগ আজও স্পষ্ট বোঝা যায়।

বিজ্ঞাপন

মন্টু সজলকে বলে প্রিয়ার সাথে ব্রেকআপ করতে। কিন্তু সজল পারে না। কারণ, প্রিয়ার বাবা চৌধুরি সাহেবের কারখানায় একসময় সজলের বাবা চাকরী করতো। মারা যাবার সময় সজলকে বলে গেছেন প্রিয়াকেই বিয়ে করতে হবে।

চৌধুরী সাহেব বিজনেসে লস খেয়ে আধ পাগলা হয়ে গেছে। সাথে সাথে প্রিয়াও আধপাগলার খাতায় নাম লিখিয়েছে। সজল উভয় সংকটে পড়েছে। একদিকে বাবাকে দেয়া কথা। অন্যদিকে নিজের জীবন নিয়ে টানাটানি।

টানাপোড়েনের এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয়া শুধু প্যারা দেয়’। পাপ্পু রাজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ সজীব।

এতে সজল চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী ও প্রিয়া চরিত্রে অভিনয় করেছেন সানজিদা ইসলাম। এছাড়া আরও অনেকেই অভিনয় করেছেন। শুক্রবারের বিশেষ নাটক হিসেবে এটি প্রচার হবে রাত ৮টায় শুধুমাত্র আরটিভিতে।

সারাবাংলা/এজেডএস

জাহের আলভী প্রিয়া শুধু প্যারা দেয় সানজিদা ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর