Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্কারে বাংলাদেশ থেকে লড়বে ‘পায়ের তলায় মাটি নাই’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২২

প্রতিবছরের মত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারে বাংলাদেশ থেকে ছবি যাচ্ছে। অস্কারের ৯৬তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে যাচ্ছে মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’। এটি পরিচালকের প্রথম ছবি।

বাংলাদেশ থেকে মনোনয়নের জন্য ছবি আহ্বান করলে মোহাম্মদ রাব্বি মৃধার ছবিটিসহ জমা পড়ে মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’ ছবি দুটি।

শনিবার (২৩ সেপ্টেম্বর)ছবি দুটি দেখার পর মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’ ছবিকে চূড়ান্ত করে ৯৬তম অস্কার বাংলাদেশ কমিটি।

চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

সারাবাংলা/এজেডএস

৯৬তম অস্কার পায়ের তলায় মাটি নাই