দেশ-বিদেশের ১৮৪ সিনেমা হলে ‘অন্তর্জাল’
২২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৪
সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’ মুক্তি পেয়েছে শুক্রবার (২২ সেপ্টেম্বর)। ছবিটি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় একযোগে চলছে। যুক্তরাষ্ট্রের ১৪৩টি, কানাডার ৭টি এবং বাংলাদেশের ৩৪টি সিনেমা হলে ছবিটি চলছে।
‘অন্তর্জাল’ দেশের প্রথম সাইবার থ্রিলার ছবি। দীপংকর দীপন পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, এবিএম সুমন, বিদ্যা সিনহা মীম, সুনেরাহ বিনতে কামাল।
সরকারের আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় ছবিটি প্রযোজনা করেছে মোশন পিপলস স্টুডিওজ লিমিটেড, স্পেলবাউন্ড লিও বার্নেট। ছবিটির গল্প লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছেন দীপংকর দীপন। দেশে ‘অন্তর্জাল’ পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র এবং আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো।
দেশের যেসকল সিনেমা হলে ছবিটি চলছে: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (বালি আর্কেড, চট্টগ্রাম), স্টার সিনেপ্লেক্স (হাই টেক পার্ক, রাজশাহী), স্টার সিনেপ্লেক্স (বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), সিলভার স্ক্রিণ (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (ঢাকা), আজাদ (ঢাকা), গীত (ঢাকা), আনন্দ (ঢাকা), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), নিউ গুলশান (জিনজিরা, ঢাকা), চাঁদমহল (কাঁচপুর, ঢাকা), চন্দ্রিমা (শেরপুর), সেনা অডিটোরিয়াম (সাভার, ঢাকা), চিত্রালী (খুলনা), সংগীতা (খুলনা), ঝুমুর সিনেমা (জয়দেবপুর, গাজীপুর), রাজ তীলক (কাটাখালি, রাজশাহী), সোহাগ (ঘোড়াশাল, নরসিংদী), রূপকথা (শেরপুর), নন্দিতা (সিলেট), চলন্তিকা (গোপালদী, নরসিংদী), ছায়াবাণী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), রাজিয়া (নাগরপুর, টাঙ্গাইল), আলোরূপা (লালমনিরহাট), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), মমতা (মাধদী, নরসিংদী), ছন্দা (হাসনাবাদ, নরসিংদী), আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর, নাটোর)।
সারাবাংলা/এজেডএস