Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে জিনাত বরকতউল্লাহ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৩ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৮

বিনোদন অঙ্গনে আরেকটি মৃত্যুর খবর। চলে গেলেন একুশে পদক বিজয়ী নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী জিনাত বরকতউল্লাহ। ধানমন্ডিতে নিজ বাসায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতউল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে একুশে পদক প্রদান করে।

বিজ্ঞাপন

শুধু নৃত্যেই নয়, অভিনেত্রী হিসেবেও তার সুখ্যাতি আছে। ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেন তিনি। ৮০টি টিভি নাটকে কাজ করেছেন এই গুণী।

ব্যক্তিগত জীবনে নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ৩ আগস্ট মোহাম্মদ বরকতুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

সারাবাংলা/এজেডএস

জিনাত বরকতউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর