Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব খানকে উৎসর্গ করে গান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৭

সুপারস্টার শাকিব খানের ভক্ত সংগীতশিল্পী নাদিরা মুক্তা। তিনি সম্প্রতি প্রকাশ করেছেন নতুন গান ‘পানওয়ালী জোছনা’। গানটি তিনি উৎসর্গ করেছেন প্রিয়নায়ক শাকিব খানকে।

‘পানওয়ালী জোছনা’ গানের ভিডিও নির্মাণ করেছেন শামীম আহসান। গানটির কথাও তার। সংগীত আয়োজন করেছেন এ এন ফরহাদ এবং সুর করেছেন এফ এ প্রীতম। ভিডিওতে মডেল হিসেবে ছিলেন সিয়াম মৃধা, মাহতাবিন মম, মুকুল জামিলসহ অসংখ্য নৃত্যশিল্পী। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

নাদিরা মুক্তা বলেন, আমি শাকিব খানের ভক্ত। তিনি যেভাবে ইন্ডাস্ট্রিকে এত বছর ধরে একাই এগিয়ে নিয়ে যাচ্ছে এ বিষয়টি ভালো লাগে আমার। তাই ভাবলাম, আমার প্রিয় নায়ককে নিয়ে একটা গান করি। আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা গানটি পছন্দ করবেন

ভিডিওর পরিচালক শামীম আহসান বলেন, এই মিউজিক ভিডিওটির শুটিং করতে গিয়ে কয়েকজন নৃত্যশিল্পী অসুস্থ হয়ে গিয়েছিল। অনেক গরম ছিলো সেদিন তবুও আমরা সেরাটা দিয়ে কাজটি করেছি।

শিল্পী নাদিরা মুক্তার ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাচ্ছে।

নাদিরা মুক্তা পানওয়ালী জোছনা শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর