Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭০০ কোটি পার হলো জাওয়ানের আয়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫১

একের পর এক রেকর্ড করছেন শাহরুখ খান। একই বছরে ‘পাঠান’-এর পর ‘জাওয়ান’ দিয়ে ১ হাজার কোটি রুপি আয়ের পথে হাঁটছেন। সে পথে ‘জাওয়ান’-এর আয় এ মুহূর্ত পর্যন্ত ৭০০ কোটি রুপি। আশা করা হচ্ছে এ মাস শেষ হওয়ার আগেই ছবিটি দেড় হাজার কোটি রুপি আয় করবে।

৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে এই সিনেমা।

বিজ্ঞাপন

রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘জওয়ান’ সিনেমা প্রযোজনা করেছেন গৌরি খান। প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, বিশ্বব্যাপী ‘জওয়ান’ ঝড় বইছে। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৬৬০.০৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮৭৯ কোটি ৪৪ লাখ টাকার বেশি।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামণি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

সারাবাংলা/এজেডএস

৭০০ কোটি জাওয়ান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর