Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাটলির টার্গেট আমির, সালমান ও হৃতিকরা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪২

দক্ষিণের ইন্ডাস্ট্রি থেকে বলিউডে এসেই বাজিমাত করেছেন অ্যাটলি কুমার। মুক্তির প্রথম সপ্তাহে ৬০০ কোটি টাকা আয় করেছে ‘জাওয়ান’। এ সফলতায় নবীন এ পরিচালকের দুয়ারে প্রযোজকদের লাইন লেগেছে। বলিউডের বড় বড় প্রযোজকরা তাকে নিয়ে ছবি বানাতে চাইছেন। তিনি সবার সঙ্গেই কথা বলছেন। কার ছবি করবেন তা ঠিক না করলেও নায়ক হিসেবে পছন্দের তালিকা দিয়েছেন তিনি। সে তালিকায় রয়েছে সালমান খান, আমির খান ও হৃতিক রোশনরা।

বিজ্ঞাপন

বলিউড হাঙ্গামা বলছে ‘জওয়ান’ সম্পর্কিত এক ইভেন্টে গিয়ে অ্যাটলি বলেন, ‘ভীষণ ভালো লাগছে, এটা সম্পূর্ণ ভাবে ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর আমাদের সহায় আছেন। আর আমরা চিত্রনির্মাতা হিসেবে যা করার করে দিয়েছি আর সেটা পর্দায় দর্শকদের দেখতে ভালো লাগছে বলেই তারা এতটা খুশি। এতটা ভালোবাসা দিচ্ছেন ছবিটিকে। আর সবটাই হচ্ছে শাহরুখ স্যারের জন্য। ধন্যবাদ শাহরুখ স্যার এবং রেড চিলিজকে এবং গত সাড়ে তিন বছর ধরে যারা আমাদের সঙ্গে কাজ করলেন তাদের ধন্যবাদ।’

বিজ্ঞাপন

একই সঙ্গে তিনি আরও জানান, ‘আপনারা আমাদের এতটা ভালোবাসা দিয়েছেন যা আমাদের আরও সাহস জোগাচ্ছে। আগামী ছবিতে আমরা আরও বড় কিছু নিয়ে আসব। আমি সবার সঙ্গেই কাজ করতে চাই, হোক সেটি সালমান স্যার, আমির স্যার কিংবা হৃতিক স্যার। এটা আমার প্রথম হিন্দি ছবি, আর তাতেই এত ভালোবাসা পেয়ে আমি ধন্য। অনেক ধন্যবাদ আমাদের ছবিকে সাপোর্ট করার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।’

বৃহস্পতিবার ভারতের সাড়ে ৫ হাজার স্ক্রিন সহ বিশ্বের ১০ হাজারের বেশী স্ক্রিনে মুক্তি পেয়েছে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি। সেই সঙ্গে সিনেমাটি একই দিনে মুক্তি পেয়েছে বাংলাদেশেও।

সারাবাংলা/এজেডএস

অ্যাটলি কুমার আমির খান ঋতিক রোশন সালমান খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর