Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় আসছেন দর্শন রাওয়াল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২১

তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ভারতীয় শিল্পী দর্শন রাওয়াল। তার গাওয়া ‘কামারিয়া’ গানটির ভিডিও ইতোমধ্যে ৫৪০ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে। এছাড়াও ‘ও ধানি’ ১৭৫ মিলয়ন, ‘তেরা জিকর’ ২৫০, ‘কাশ অ্যাইসা হোতা’ ১৩৫ মিলিয়ন বার দেখা হয়েছে। ইউটিউবের কল্যাণে ঢাকাতেও দর্শন সমান জনপ্রিয়। প্রতিবেশি দেশের এই গায়কের ভাইব দেখা যাবে এবার ঢাকাতে।

আয়োজক ‘টোয়েন্টি২ ইভেন্টস লিমিটেড’ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তার জানিয়েছেন, ১৪ সেপ্টেম্বর বসুন্ধরা আইসিসিবি হল-৪ এ ‘লেটস ভাইব উইথ দার্শান রাভাল লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টে অংশগ্রহণ করবেন দর্শন। তার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তানভির ইভানকেও গাইতে দেখা যাবে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। বিস্তারিত জানানো হবে ১৩ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে।

সারাবাংলা/এজেডএস

দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর