Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাওয়ান’-এর কারণে ‘অন্তর্জাল’ দুসপ্তাহ পিছিয়ে যাচ্ছে

আহমেদ জামান শিমুল
৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৯ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৮

প্রথমে কথা ছিল গেল ঈদে মুক্তি পাবে ‘অন্তর্জাল’। ঈদের ছবিগুলোর সঙ্গে কোনো প্রকার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় যেতে না চাওয়া এবং গ্রাফিক্সের বেশ কিছু কাজ বাকি থাকায় ছবিটি তখন পেছায়। পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ৮ সেপ্টেম্বর দর্শকরা ছবিটি দেখতে পাবেন। কিন্তু দীপংকর দীপন পরিচালিত ছবিটি আবার পিছিয়ে যাচ্ছে। এবার কারণ বলিউড বাদশা শাহরুখ খানের ছবি ‘জাওয়ান’।

জানা গেছে, ছবিটির পরিবেশক সংস্থা দ্য অভি কথাচিত্র দুসপ্তাহ পিছিয়ে ২২ সেপ্টেম্বর মুক্তির কথা ভাবছে। তবে তাদের কাছে অনুরোধ রয়েছে ২৯ সেপ্টেম্বর মুক্তির। এ ব্যাপারে অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন

অবশ্য রোববার সন্ধ্যায় ‘অন্তর্জাল’-এর ট্রেলার প্রকাশনা অনুষ্ঠান রয়েছে। সেটির আমন্ত্রণের মেসেজে ট্রেলারের পাশাপাশি ‘জাওয়ান’-এর সঙ্গে মুক্তি সম্পর্কিত বিষয়েও কথা বলা হবে বলেও জানানো হয়েছে।

‘জাওয়ান’ সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার আমদানি-রফতানি চুক্তি ‘সাফটা’র আওতায় ইতোমধ্যে বাংলাদেশে আমদানির অনুমতি পেয়েছে। ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন জানান, আজ (৩ সেপ্টেম্বর, রোববার) সেন্সরে ছাড়পত্রের জন্য ছবিটি জমা দেওয়া হবে। সেন্সর বোর্ড সংশ্লিষ্টরা অবশ্য সারাবাংলাকে জানিয়েছেন, ছবিটি সেন্সরে জমা করার জন্য আমদানিকারক প্রক্রিয়া শুরু করেছেন। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত জমা পড়েনি।

জানা গেছে, মূলত হল মালিকরা কোনভাবেই চান না ‘জাওয়ান’ ৭ সেপ্টেম্বরের পরে মুক্তি পাক। তাদের বক্তব্য হলো, আগের ‘পাঠান’ ভারতে মুক্তির কয়েক মাস পর বাংলাদেশে মুক্তি পেয়েছিল। সেটি মোটামুটি ব্যবসা করলেও আশানুরূপ ছিল না। আবার গেল ২৫ আগস্ট মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কি জান’। ভারতে মুক্তির চার মাস পরে বাংলাদেশে চালানোর পর এটির বক্স অফিসে আয় মাত্র ২ লাখ টাকা। ফলে এবার তারা কোনো ঝুঁকি নিতে চান না। তাই তারা ‘অন্তর্জাল’-এর প্রযোজক-পরিচালককে পেছানোর অনুরোধ করেছিলেন। সার্বিক দিক বিবেচনা করে তারাও পিছিয়েছেন।

বিজ্ঞাপন

‘অন্তর্জাল’ দেশের প্রথম সাইবার থ্রিলার ছবি। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, এবিএম সুমন, বিদ্যা সিনহা মীম, সুনেরাহ বিনতে কামাল। সরকারের আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় ছবিটি প্রযোজনা করেছে মোশন পিপলস স্টুডিওজ লিমিটেড, স্পেলবাউন্ড লিও বার্নেট। ছবিটির গল্প লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছেন দীপংকর দীপন।

‘জাওয়ান’ প্রযোজনা করেছেন গৌরি খান। পরিচালনা করেছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার।

সারাবাংলা/এজেডএস

অন্তর্জাল জাওয়ান টপ নিউজ দুসপ্তাহ পিছিয়ে যাচ্ছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর